জিমেইল ডাউন: গুগলের ড্রাইভ ও অন্যান্য সেবা বিঘ্নিত
গুগলের মালিকানাধীন ইউটিউবও সোমবার সকালে ডাউন ছিল।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে জিমেইল-সহ গুহলের অন্যান্য সেবা বিঘ্নিত হয়েছে।
জিমেইল ব্যবহারকারীরা 'টেম্পোরারি এরর' বার্তা পেয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট।
বার্তায় বলা হয়, 'আপনার একাউন্টটি সাময়িকভাবে আনঅ্যাভেলেবল বলে আমরা দুঃখিত। এই অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। কয়েক মিনিট পর আবার চেষ্টা করে দেখুন। সেবাটির বর্তমান পরিস্থিতি জানতে জি স্যুট স্ট্যাটাস ড্যাশবোর্ড দেখতে পারেন।'
গুগলের মালিকানাধীন ইউটিউবও সোমবার সকালে ডাউন ছিল।