টিকটকের জোয়ারে আরও কয়েক ডজন চীনা অ্যাপ বন্ধ করল ভারত
সীমান্ত সংঘাত ঘিরে বিশ্বের সবচেয়ে জনসংখ্যাবহুল দেশ চীন-ভারতের মধ্যকার লড়াইয়ে টিকটকসহ বেশ কয়েকটি অ্যাপ বন্ধের পর এবার আরও কয়েক ডজন চীনা অ্যাপ বন্ধ করেছে ভারত।
মঙ্গলবার ভারতের ইলেকট্রনিকস এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিএনএন বিজনেসকে জানান, জাতীয় নিরাপত্তা ইস্যুতে আগে বন্ধ করে দেওয়া ৫৯টি চীনা অ্যাপের ক্লোন হিসেবে বানানো ৪৭টি অ্যাপকে নতুন করে বন্ধ করেছেন তারা।
গালোয়ান সীমান্তে চীন-ভারত সেনাদের সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর চীনকে চাপে রাখতে ৫৯টি চীনা অ্যাপ বন্ধ করে দেয় ভারত। এরমধ্যে ছিলো জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক সিএনএনকে বলেন, "যদিও আগের অ্যাপসগুলোর ক্লোন হওয়ায় নতুন করে এই অ্যাপ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তবুও আমরা মনে করি, ডেটা সিকিউরিটি এবং প্রাইভেসি নিয়ে এটি ভারত সরকারের পক্ষ থেকে শক্ত একটি বার্তা। এরফলে অন্যান্য অ্যাপগুলো নিয়েও আলোচনা শুরু হবে।"
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, PUBG এবং AliExpress এর মতো বড় বড় অ্যাপসহ ২৫০ টি অ্যাপ নিয়ে পর্যালোচনা শুরু করেছে ভারত সরকার।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র শি রং বলেছেন, জুন মাসের শেষে উইচ্যাটসহ যে ৫৯টি অ্যাপ ব্যান করেছে ভারত, তাতে চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ লঙ্ঘিত হয়েছে।
তিনি বলেন, ভারত সরকারের দায়িত্ব এ দেশে অবস্থিত চীনসহ সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর স্বার্থরক্ষা করা।
"চীনা প্রতিষ্ঠানগুলোকে আমরা সবসময় বলি, যে দেশে ব্যবসা করছ, সেখানকার আইন মেনে কাজ করো। দ্বিপাক্ষিক সহযোগিতা দুই দেশের জন্যই লাভজনক।"
'তাতে বাগড়া গিয়ে ভারতের লাভ হবে না বলে তিনি কার্যত হুঁশিয়ারি দেন' বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়।
মাসখানেক আগে চীন-ভারত সীমান্তের ওই সংঘর্ষের পর থেকে দুই দেশের মধ্যকার উত্তেজনা বেড়েই চলছে। অনেক ভারতীয় নাগরিকই ইতোমধ্যে চীনা পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন।