দক্ষিণ কোরীয় কর্মকর্তাকে 'খুনের জন্য ক্ষমা চাইলেন' কিম জং-উন
দক্ষিণ কোরীয় কর্মকর্তাকে 'খুন' করার জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে কিম বলেছেন, এই ঘটনা ঘটানো মোটেও উচিত হয়নি।
সোমবার উত্তর কোরিয়ার সীমানা থেকে ১০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ওই কর্মকর্তা একটি টহল নৌকা থেকে নিখোঁজ হয়ে যান। তিনি পক্ষত্যাগ করে উত্তর কোরিয়ার প্রবেশের চেষ্টা করেছিলেন বলে অজ্ঞাত গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।
৪৭ বছর বয়সী ওই মৎস্য কর্মকর্তা কী করে উত্তরের জলসীমায় পৌঁছেছিলেন, দক্ষিণের সেনাবাহিনী তার ব্যাখ্যা দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্প্রতি করোনাভাইরাস মহামারির কারণে সীমান্তে কঠোর বিধি-নিষেধ জারি করেছে উত্তর কোরিয়া। অন্য কোনো দেশ থেকে আগতদের মাধ্যমে করোনাভাইরাস যেন কোনো ভাবেই ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ঘটনাস্থলেই গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বেরিয়েছে।