প্রতিবাদের প্রতীক যখন ট্যাটু
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক জান্তা। ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়। এর কয়েকদিন পরই পুরো মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হয়।
আস্তে আস্তে এ বিক্ষোভ হয়ে উঠে সহিংস; বাড়তে থাকে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা। প্রথমদিকে ইয়াঙ্গুনের রাস্তায় গাড়ির হর্ন এবং রান্না করার হাড়ি-পাতিল বাজিয়ে প্রতিবাদ জানায় তারা। প্রতিবাদের অংশ হিসেবে কালো কিংবা লাল ফিতা পরেন কেউ কেউ।
সামরিক জান্তার বিরোধিতায় এবার নতুন হাতিয়ার হিসেবে যুক্ত হলো-অভ্যুত্থানবিরোধী ট্যাটু।
কেউ নিজেদের গায়ে 'ভয় থেকে মুক্তি' অথবা 'বসন্ত বিপ্লব' লিখিয়ে নিচ্ছেন, তো কেউবা অং সান সুচি'র মুখাবয়ব ও বিশ্বজুড়ে জনপ্রিয় প্রতিবাদের প্রতীক তিন আঙ্গুলের স্যালুট অঙ্কিত করছেন।
ট্যাটু পার্লারগুলোও জানায় যে, পহেলা ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এসব মোটিফ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে নাগরিকদের মাঝে।
একটি এডভোকেসি সংস্থার মতে, এখন পর্যন্ত অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ৮০ জনের উপর মানুষের প্রাণ হারিয়েছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কর্তৃক আটক করা হয়েছে ২,১০০ এর বেশি মানুষকে। যদিও উভয় ক্ষেত্রেই প্রকৃত সংখ্যাটা আরও বেশি।
ইয়াঙ্গুনের একটি পার্লারে ট্যাটু করাচ্ছিলেন একজন তরুণী (২৩)। নাম ও পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, "সেদিন অভ্যুত্থানের সংবাদ শোনার পর মনে হয়েছিল আমার আর কোন ভবিষ্যত নেই। আমি তখন মনে মনে অত্যন্ত ব্যথিত হই এবং আমি চাই না এ ব্যথাটা ভুলে যেতে"।
তিনি নিজের গায়ে 'ভয় থেকে মুক্তি' ট্যাটু করিয়ে নিতে নিতে তিনি বলেন, "আমি আমার পরবর্তী প্রজন্মকে এই ট্যাটু দেখিয়ে বলতে চাই যে, আমরা কী অসীম কষ্টের ভেতর দিয়ে গেছি এবং পরে 'কীভাবে সেই ব্যবস্থা থেকে মুক্তিলাভ করেছি"।
বিক্ষোভের সাথে সংহতি প্রকাশের অংশ হিসেবে অনেক ট্যাটুশিল্পী বিনে পয়সায়ও ট্যাটু এঁকে দিচ্ছেন।
"তারা আমাদের অস্ত্রের মুখে ভয় দেখিয়েছে। কিন্তু আমরা ভয় পেলে আমাদের এ বিপ্লব-আন্দোলন সার্থক হবে না", বলেন ট্যাটু পার্লারের আরেকজন গ্রাহক।
"আমাদের তাই সবার আগে নিজেদের মনের ভয় থেকে মুক্ত হতে হবে"।
গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও কিছু সহযোগী দেশের নেতারা মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধারে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন।
- রয়টার্স অবলম্বনে