ভারতে আনলকের প্রথম দিনেই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াল
ভারতে আজ থেকে আনলক এর প্রথম দফা শুরু হল। আর শুরুর দিনেই দেশটিতে ৯,৯৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন।
আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে ভারত। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৯৯৮ জন।
বিশ্বে সংক্রমণ হারে এখন ৫ম অবস্থান ভারতের। প্রথম চারটি দেশ হচ্ছে; যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্য।
অর্থনৈতিক কর্মকান্ডে কিছুটা গতি ফিরিয়ে আনতে যখন আনলক শুরু হয়েছে, তার মধ্যেই আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। দেশটিতে সোমবার সকাল নাগাদ করোনায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, কোভিড-১৯-এর কারণে দেশটিতে এনিয়ে মোট মৃত্যু হল সাত হাজার ১৩৫ জনের।
এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে তিন হাজার ৬০ জনের। গুজরাতে এক হাজার ২৪৯ জনের। এর পর রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট ৭৬১ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৪১২), পশ্চিমবঙ্গ (৩৯৬), উত্তরপ্রদেশ (২৭৫), তামিলনাড়ু (২৬৯), রাজস্থান (২৪০) ও তেলঙ্গানা (১২৩)।
সবথেকে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। ভারতে মোট করোনা আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশের হদিশ মিলেছে শুধু ভারতের পশ্চিম উপকূলের এই রাজ্যে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫,৯৭৫। যা চীনের থেকেও বেশি বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। মার্কিন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪, ১৯১।
এদিকে লকডাউনের ফলাফল নিশ্চিত না করেই আনলকের সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করেছেন ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। গত শনিবার লকডাউনকে ব্যর্থ বলে টুইট করেন দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধি।
রাহুল গান্ধি বলেছেন, 'দেশে এখন প্রতিদিন অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে। আর সেই সময় আনলক ১.০ (অর্থনৈতিক কর্মকান্ড উন্মুক্তকরণ) করছে কেন্দ্রীয় সরকার।'
সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে ভারতে চলছে লকডাউন। মোট পাঁচ দফায় এই লকডাউন জারি করা হয় দেশটিতে। যদিও দ্রুত লকডাউন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। কিন্তু গত সপ্তাহে ক্রমাগত সংক্রমণের মাত্রা ঊর্ধ্বমুখী থাকায় উদ্বেগে খোদ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি