ভারতে করোনা ভ্যাকসিনের দাম হবে ২২৫ টাকা!
রাশিয়ার তৈরি ভ্যাকসিন ইতোমধ্যে সাড়া জাগালেও সারাবিশ্বে মধ্যে এখনও পর্যন্ত অক্সফোর্ডের করোনা-ভ্যাকসিনই সবথেকে বেশি নির্ভরশীলতার পথে হাঁটছে। ইতোমধ্যেই বেশ কয়েক ধাপ 'সফল' হয়েছে অক্সফোর্ডের সেই ভ্যাকসিন। আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কয়েক ধাপ পরীক্ষায় সফল হতেই পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সংস্থাটির উপর প্রচারের আলো এসে পড়েছে। কারণ ভারতে অক্সফোর্ডের এই ভ্যাকসিনটি তৈরির দায়িত্ব নিয়েছে পুনের এই সংস্থাটি। আবার সিরামের সঙ্গে হাত মিলিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।
অনুন্নত দেশগুলোতে যাতে গরিব মানুষের কাছে অত্যন্ত সস্তায় ভ্যাকসিনটি পৌঁছে দেওয়া যায় তাই ভ্যাকসিন জোট গ্যাভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করল ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
ইন্ডিয়া টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা জানা যায়, অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম হতে পারে ৩ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাত্র ২২৫ টাকা! ভারত ছাড়াও বিশ্বের আরও ৯২টি দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সিরাম। সেই সূত্রেই ১০ কোটি ভ্যাকসিন তৈরির জন্য গ্যাভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ১৫ কোটি ডলার তুলে দিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউটের হাতে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, সিরামের কর্ণধার আদর পুনাওয়ালা শুক্রবার এক টুইট বার্তায় বিল গেটসকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, গেভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ দ্রুত প্রস্তুত করার জন্যই এই চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার মতে, ভ্যাকসিনের দাম যতটা সম্ভব কম রাখা হবে, যাতে সকলের আয়ত্তের মধ্যে হয়।