ভারতে ডিজিটাল অর্থনীতির বিকাশে গুগলের এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল ভারতের 'ডিজিটালাইজেশন' প্রক্রিয়া গতিশীল করতে আগামী পাঁচ থেকে সাত বছর মেয়াদে এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত 'গুগল ফর ইন্ডিয়া' বার্ষিক আয়োজনের ওয়েবকাস্টে অংশ নিয়ে এ ঘোষণা দেন আলফাবেট ও গুগলের মুখ্য নির্বাহী সুন্দর পিচাই।
ভার্চুয়াল এ আয়োজন থেকে ভারতের জন্য যে বিনিয়োগ পরিকল্পনার ঘোষনা দেওয়া হয়েছে, তার মূল্য লক্ষ্য ভারতের ক্রমবর্ধমান বাজারে গুগলের অংশীদারিত্ব বৃদ্ধি।
ঘোষণাটি দেওয়ার সময় সুন্দর পিচাই বলেন, ''আগামী দিনের উদ্ভাবনগুলো থেকে ভারত শুধু লাভবান হবে তা নয়, আমরা চাই এই উদ্ভাবনী প্রক্রিয়ায় দেশটি বিশ্বে নেতৃত্বও দিক।''
তিনি জানান, ভারতে গুগলের প্রতিশ্রুত তহবিল পুঁজিবাজারে বিনিয়োগ, অংশীদারিত্ব চুক্তি, ব্যবসা পরিচালনার পরিধি বৃদ্ধি, অবকাঠামো এবং বাণিজ্যিক পরিবেশ উন্নয়নের ভিত্তিতে বিনিয়োগ করা হবে। খবর ডয়েচে ভেলের।
"ভারতের ভবিষ্যত ও ডিজিটাল অর্থনীতিতে আমাদের ভরসার প্রতিচ্ছবি এটি" বলেও যোগ করেন তিনি।
অর্থ লগ্নির মাধ্যমে দেশটিতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের খরচ আরও সুলভ হবে এমন আশা করা হচ্ছে। এর ফলে দেশটির পণ্য উৎপাদন খাত যেমন ডিজিটাল অর্থনীতির সুবিধা গ্রহণ করে বিকশিত হতে পারবে, ঠিক তেমনি শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত সেবার পরিধি বাড়বে, বলেও কোম্পানিটি জানিয়েছে।
এদিকে গুগল নির্বাহীর ঘোষণার আগেই তার সঙ্গে এক বৈঠকে অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দেওয়া এক টুইট বার্তায় তিনি দেশটিতে গুগলের পরিসর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, বলেও ইঙ্গিত দেন।
টুইটে মোদি জানান, তার সরকারের 'ডিজিটাল ইন্ডিয়া' পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখেই গুগল বিনিয়োগের উদ্যোগ নিয়েছে।
পিচাইয়ের সঙ্গে; ভারতের প্রান্তিক কৃষক, যুব সমাজ এবং উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে তথ্যপ্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনার কথা জানান তিনি।
গুগলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানও সম্প্রতি ভারতে তাদের অর্থ নিবেশের পরিমাণ বাড়িয়েছে। এর আগে গত এপ্রিলে ভারতের ৬ কোটি ক্ষুদ্র ব্যবসাকে ডিজিটাল পরিষেবার আওতায় আনতে পাঁচ থেকে সাতশ' কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল ফেসবুক। জানুয়ারিতে অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম অ্যামাজন দেশটিতে নতুন করে একশ' কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। এর ফলে ভারতে অ্যামাজনের মোট পুঁজি নিবেশের অংক দাঁড়ায় সাড়ে সাড়ে ছয়শ' কোটি ডলারে।