ভ্যাকসিন না নেওয়াও আমার অধিকার: ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট
করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই একের পর এক অবৈজ্ঞানিক ও বিতর্কিত মন্তব্য করে বছরজুড়ে আলোচনায় ছিলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ট্রাম্পের মতোই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হন তিনি। তবুও ভাইরাস কিংবা এর প্রতিষেধকের বিরুদ্ধে তার বিতর্কিত মন্তব্যের লাগাম তিনি টানেননি।
নিজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি কোনও ভ্যাকসিন নেব না। এটা আমার অধিকারের মধ্যে পড়ে।"
শুধু তাই নয়, মাস্কের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংক্রমণ প্রতিরোধ করতে মাস্ক আদৌ সক্ষম কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।
করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে এ পর্যন্ত ১৪ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে যে তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে বলসোনারোর দেশ ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৯৭ জনের; আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৪ হাজার ৫৭০ জন।
গত জুলাইতে বলসোনারো নিজেও কোভিড-১৯ এ আক্রান্ত হন। তিন-তিন বার তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
তিনি বলেন, "ছোটখাটো ফ্লু ছাড়া অন্য কিছু নয়, করোনা নিয়ে এত মাথাব্যথার কিছু নেই, ব্রাজিলের নাগরিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতই বেশি যে খোলা নর্দমায় সাঁতার কাটলেও কিচ্ছু হবে না।"
প্রতিষেধক যদি দিতেই হয়, তাহলে তার বাড়ির কুকুরকে দিতে হবে বলে অক্টোবর মাসে টুইটারেও লেখেন বলসোনারো। তার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।