লকডাউন ভেঙে গাড়ি চালানোয় পদ হারালেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস মোকাবেলায় নিউজিল্যান্ডেও চলছে লকডাউন। এর মধ্যেই অবশ্য নিষেধাজ্ঞা না মেনে নিজ পরিবার নিয়ে স্থানীয় একটি সমুদ্র সৈকতে যেতে ২০ কিলোমিটার দূরত্ব গাড়ি চালিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।
তবে নিজ ভুল বুঝতে পেরে এই ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডেডিভ ক্লার্ক। তিনি বলেন, আজ যখন নিউজিল্যান্ডের নাগরিকরা ঐতিহাসিক ত্যাগ স্বীকার করছেন, ঠিক সেই সময়ে আমি নিষেধাজ্ঞা ভঙ্গ করে সরকারি প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছি। আমি নিঃসন্দেহে একজন নির্বোধ মানুষ।
এর সঙ্গে সঙ্গেই তিনি নিজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বরাবর জমা দেন। তবে করোনার বৈশ্বিক মহামারি মোকাবেলার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আর্ডেন স্বাস্থ্যমন্ত্রী পদে ক্লার্কের পদত্যাগ গ্রহণ করেননি।
তবে শাস্তিস্বরূপ তার অর্থ প্রতিমন্ত্রীর অতিরিক্ত পদ কেড়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি ও নিউজিল্যান্ড হেরাল্ডের
এ প্রসঙ্গে জেসিন্ডা আর্ডেন বলেন, মন্ত্রী পরিষদে তার পদমর্যাদা কমানো হয়েছে এবং এখন থেকে তিনি অর্থ প্রতিমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন না।
এদিকে দেশটির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ক্লার্ক বলেন, আমি পরিবার নিয়ে সৈকতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সত্যিই এর নেতিবাচক দিকটা নিয়ে ভাবার অবকাশ পাইনি। গাধার দলে নাম লিখিয়েহি আমি এমনটা করে।
তার স্ত্রীও জানান, এমনটা করা তাদের জন্য মোটেই ঠিক হয়নি এবং তিনি কোনো অজুহাত দেখিয়ে বিষয়টি লঘু করার পক্ষপাতী নন।