লকডাউন শিথিল করছে সৌদি আরব
ঈদের ছুটির পর থেকেই লকডাউন কড়াকড়ি শিথিল করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঈদ ছুটিতে দেশজুড়ে চলমান ২৪ ঘণ্টার কারফিউ শিথিল করা হবে।
আগামী ২১ জুন থেকে পবিত্র মক্কা নগরী ব্যতীত সারা দেশে কারফিউ তুলে নেওয়া হবে। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এসব তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি এক রাজকীয় ফরমানের বরাতে জানায়, সমগ্র সৌদিতে আগামী ৩১ মে থেকে ২৪ ঘণ্টার কারফিউ আস্তে আস্তে শিথিল করা শুরু হবে। এই সময়ে দেশের ভেতরে চলাচল, মসজিদে নামাজ আদায় এবং কর্মস্থলে যোগদানের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সরকারি এবং বেসরকারি খাত উভয়েই এই ছাড়ের সুবিধা পেতে চলেছে।
অন্যদিকে মক্কায় কারফিউয়ের সময় সংশোধন করে তা দুপুর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত করা হবে। আগামী ২১ জন থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ার অনুমতি মক্কাবাসীর জন্যেও প্রযোজ্য।
আর মক্কার বাইরে অন্যান্য মসজিদ আগামী ৩১মে থেকে খুলে দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বেশকিছু শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।