সৌদিতে মসজিদে নববী ও হারামেও নামাজ বন্ধ
করোনা সংক্রমণ রোধে সৌদি আরবের মসজিদ আল-হারাম ও মসজিদে নববীতেও নামাজ আদায় বন্ধ করা হয়েছে।
এর আগে দেশটির অন্যান্য মসজিদগুলো বন্ধের ঘোষণা আসলেও খোলা রাখা হয়েছিল এ মসজিদ দুটি। কিন্তু শুক্রবার সকালে মসজিদ দুটির সাধারণ সভাপতির মুখপাত্রের বিবৃতিতে এগুলো বন্ধ করে দেয়া হয়।
তুরস্কের সংবাদসংস্থা আনাদালুতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার থেকে মক্কা এবং মদিনার দুই প্রধান মসজিদে লোকজনের অবস্থান এবং নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা, স্বাস্থ্য ও স্থানীয় কর্তৃপক্ষ।
এ দুই মসজিদে আসা মুসল্লিদের মধ্যে যেন করোনার বিস্তার ছড়িয়ে পড়তে না পারে সে জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত ২৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সৌদিতে এ ভাইরাসে কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।