স্পেসএক্স বনাম আমাজন: স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে বিবাদে শীর্ষ দুই ধনকুবের
স্যাটেলাইট ইন্টারনেট উদ্যোগের জন্য মহাকাশে কক্ষপথ নিয়ে বিবাদে জড়িয়েছেন বিশ্বের শীর্ষ দুই ধনকুবের। তাদের স্যাটেলাইটের জন্য মহাকাশের বরাদ্দকৃত জায়গা নিয়েই এ বিবাদের সূচনা।
এলন মাস্কের স্পেসএক্স পূর্ব নির্ধারিত কক্ষপথের চেয়ে নিম্ন কক্ষপথে স্টারলিঙ্ক কমিউনিকেশন স্যাটেলাইট স্থাপনের অনুমতি চেয়েছে ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছে।
অন্যদিকে জেফ বেজোসের আমাজন জানিয়েছে, স্পেসএক্সের স্যাটেলাইটের স্থান পরিবর্তন আমাজনের কুইপার স্যাটেলাইটের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
সাধারণত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে অভিযোগের মাধ্যমে এধরনের বিবাদ নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও জনসম্মুখে চলে এসেছে এ ঘটনা।
গত মঙ্গলবার আমাজন এক টুইটার বার্তায় জানিয়েছে, 'প্রতিযোগিতা নস্যাৎ করে দেওয়াই স্পেসএক্সের উদ্দেশ্য, তবে স্পষ্টভাবেই তা জনস্বার্থের বিরোধী।'
সিএনবিসি'র সাংবাদিক মাইকেল শিটজের এক প্রতিবেদনের জবাবে এলন মাস্ক এক টুইটার বার্তায় বলেন, 'আজ থেকে আরও কয়েক বছর পর শুরু হতে যাওয়া আমাজনের স্যাটেলাইটের জন্য স্টারলিঙ্ক-কে ক্ষতিগ্রস্থ করাও জনপন্থী নয়।'
স্টারলিঙ্ক ইন্টারনেট সার্ভিসের জন্য মাস্কের স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন এপর্যন্ত মহাকাশে এক হাজারেরও বেশি স্যাটেলাইট স্থাপন করেছে। এ ইন্টারনেট পরিষেবার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় আগাম গ্রাহক নিবন্ধনের কাজও চলছে।
গত বছর ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপনের জন্য এফসিসি অনুমতি পেয়েছে আমাজন, তবে এখন পর্যন্ত একটি স্যাটেলাইটও স্থাপন করা হয়নি। স্পেসএক্সের আবেদন নাকচ করে দেওয়ার জন্য এফসিসি-কে অনুরোধও জানিয়েছে আমাজন।