৩১ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ লকডাউন
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন করে দিয়েছে রাজ্য সরকার।
মঙ্গলবার লকডাউনের এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৫টা থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার থেকে পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন কার্যকরী হয়েছিল। রাজ্যের প্রায় সব পুরসভা এবং আরও অনেক জনবহুল জনপদকে সেই লকডাউনের আওতায় আনা হয়েছিল বলে জানায় আনন্দবাজার পত্রিকা।
আগে যে আংশিক লকডাউন ঘোষিত হয়েছিল, শুক্রবার মধ্যরাতে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা মঙ্গলবার তার মেয়াদ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন।
৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত কলকাতা থেকে শুরু করে পুরো রাজ্য এই লকডাউনের আওতায় থাকবে। অর্থাৎ আগামী ৮ দিন নিত্যপ্রয়োজনীয় এবং অত্যাবশ্যক কাজ ছাড়া সব কিছু বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে।