‘সুডোকুর জনক’ মাকি কাজির মৃত্যু
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/08/17/maki_kaji.jpeg)
জনপ্রিয় জাপানি ব্রেনটিজার গেম সুডোকুর 'জনক'খ্যাত পাজল নির্মাতা মাকি কাজি মারা গেছেন। সারা জীবন সুডোকু সৃষ্টিতে ব্যয় করা কাজির মৃত্যুসংবাদ আজ (মঙ্গলবার) প্রকাশ করেছে তার কোম্পানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন।
কারও কাছে 'সুডোকুর জনক', আবার কারও কাছে 'সুডোকুর গডফাদার' হিসেবে খ্যাতি ছিল এই পাজল নির্মাতার।
গত মাস (জুলাই) পর্যন্ত তিনি নিজ কোম্পানি নিকোলি কোং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাপানের টোকিও মেট্রো এলাকার মিতাকা শহরে নিজ বাড়িতে তিনি গত ১০ আগস্ট মৃত্যুবরণ করলেও সেই সংবাদ তার কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা হয় আজ।
পাজলের খেলা ছড়িয়ে দিতে জীবনে ৩০টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন কাজি। বছরের পর বছর ধরে তার কোম্পানির আয়োজনে অনুষ্ঠিত সুডোকু চ্যাম্পিয়নশিপগুলোতে বিশ্বের ১০০ দেশের প্রায় ২০ কোটি প্রতিযোগী এ পর্যন্ত অংশ নিয়েছেন।
'দুনিয়ার সব প্রান্তে সুডোকুর নাম এলেই কাজির নাম আসে। দুনিয়াজুড়ে পাজলপ্রেমীরা তাকে ভালোবাসে। সারা জীবন আপনারা তার প্রতি এমন সমর্থন জুগিয়েছেন বলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই,' কোম্পানিটি বলেছে এক বিবৃতিতে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/08/17/sudoku_2.jpg)
মাকি কাজির জন্ম ১৯৫১ সালে, জাপানের হক্কাইদো দ্বীপে। টোকিওর কেইয়ো ইউনিভার্সিটি থেকে নাম কাটা পড়লে তিনি জাপানের প্রথম পাজল ম্যাগাজিনের প্রকাশনা শুরু করেন। ১৯৮৩ সালে তিনি নিকোলি কোম্পানি প্রতিষ্ঠা করেন। একই সময়ে সুডোকু তৈরিতে হাত দেন।
এ পর্যন্ত শতাধিক মিডিয়া কোম্পানিতে মৌলিক পাজল সরবরাহ করেছে নিকোলি; এরমধ্যে ১০টি বিদেশি মিডিয়া কোম্পানিও রয়েছে।
মৃত্যুকালে স্ত্রী নাওমি ও দুই কন্যা রেখে গেছেন কাজি। একেবারেই ঘরোয়া পরিবেশে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। নিকোলিও আলাদাভাবে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে; তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি কোম্পানিটি।
-
সূত্র: এপি