জাপানে হাতের চাপে পাউরুটি বিকৃত করার অভিযোগে নারী গ্রেপ্তার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/japan_supershop.jpg)
জাপানের ফুকুওকা শহরে একটি কনভেনিয়েন্স স্টোরে পাউরুটি চাপা দিয়ে সেটি নষ্ট করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০ বছর বয়সী ওই নারীকে সোমবার 'অপরাধমূলক ক্ষতি'র অভিযোগে আটক করা হয়। পুলিশের কাছে তিনি দাবি করেন, শুধু পাউরুটির শক্তভাব যাচাই করার জন্যই তিনি হাত দিয়ে হালকা চাপ দিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, তিনি চারটি কালো তিল ও ক্রিম চিজ সমন্বিত বান রাখার একটি প্যাকেটে হাত দেন। যদিও ব্যাগের মোড়ক অক্ষত ছিল, তবে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দেওয়ার কারণে একটি বান বিকৃত হয়ে যায় এবং পুরো ব্যাগটি আর বিক্রয়যোগ্য থাকেনি।
পুলিশ জানিয়েছে, দোকানের মালিক আগে থেকেই ওই নারীকে একাধিকবার এমন আচরণ করতে দেখেছিলেন। সোমবার যখন তিনি দোকান থেকে বের হচ্ছিলেন, তখন মালিক ক্ষতিগ্রস্ত বানটি দেখতে পান এবং তাকে সেটির দাম পরিশোধ করতে বলেন।
প্রায় ১৮০ ইয়েন (প্রায় ৯৫ পেন্স বা ১ দশমিক ২০ ডলার) মূল্যের বানটির দাম দিতে অস্বীকৃতি জানান ওই নারী। এরপর দোকান মালিক প্রায় ১ কিলোমিটার অনুসরণ করে তাকে ধরে ফেলেন এবং পুলিশ ডেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি জাপানে দোকান ও রেস্তোরাঁয় খাবার নষ্ট করার ঘটনায় পুলিশ কঠোর অবস্থান নিচ্ছে। বিশেষ করে, সুশি রেস্তোরাঁয় খাবারে ইচ্ছাকৃতভাবে হাত দেওয়া বা সয়াসস বোতলে জিহ্বা লাগানোর মতো কর্মকাণ্ড ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।