রাশিয়ায় বন্ধ হচ্ছে ভিসা ও মাস্টারকার্ড পরিষেবা
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। শনিবার (৫ মার্চ) রাতে তারা এ ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মার্কিন আর্থিক পরিষেবা কোম্পানি ভিসা এক বিবৃতিতে বলেছে, 'সামনের দিনগুলোতে' তারা রাশিয়াতে তাদের কার্যক্রম বন্ধ করতে চলেছে। এর ফলে রাশিয়াতে ইস্যু করা ভিসা কার্ড বিদেশের পাশাপাশি রাশিয়াতেও কাজ করবে না।
যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলফ্রেড কেলি বলেছেন, "ইউক্রেনে রাশিয়ার এমন অগ্রহণযোগ্য আগ্রাসনের ঘটনায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।"
"রাশিয়ায় আমাদের মূল্যবান সহকর্মী, ক্লায়েন্ট, অংশীদার, ব্যবসায়ী এবং কার্ডহোল্ডারদের ওপর আমাদের এই সিদ্ধান্ত যে প্রভাব ফেলবে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত", বলেন আলফ্রেড।
এদিকে, মাস্টারকার্ডও একই রকম নিষেধাজ্ঞা জারি করেছে। রুশ ব্যাংকগুলোর ইস্যু করা কার্ড তাদের নেটওয়ার্কে কাজ করবে না বলে জানিয়েছে তারা।
মার্কিন ভিত্তিক পেমেন্ট সংস্থাটি আরও জানিয়েছে, রাশিয়ার বাইরে ইস্যু করা মাস্টারকার্ডও রুশ মার্চেন্ট বা এটিএম বুথে কাজ করবে না।
মাস্টারকার্ডের এক কর্মকর্তা বলেন, "এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউক্রেনে রুশ আগ্রাসনের মর্মান্তিক ও বিধ্বংসী ফলাফল দেখছে বিশ্ব। এতে আমাদের সহকর্মীরা, আমাদের গ্রাহকেরা এবং আমাদের অংশীদাররা এমনভাবে প্রভাবিত হয়েছেন, যা কল্পনাও করা যায় না।"
বিগত ২৫ বছর যাবত রাশিয়াতে মাস্টারকার্ড তাদের কার্যক্রম চালিয়ে আসছে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে, ইউক্রেন সরকার আর্থিক পরিষেবা কোম্পানিগুলোকে রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়েছিল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠককালে কোম্পানিগুলোকে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
- সূত্র: দ্য গার্ডিয়ান