রাশিয়ায় সোডা বিক্রি স্থগিত করলো কোকা-কোলা, পেপসিকো
ইউক্রেন আক্রমণের পর রাশিয়াতে কার্যক্রম স্থগিত করা ব্র্যান্ডগুলোর সাথে এবার যুক্ত হলো কোকা-কোলা ও পেপসিকো। মঙ্গলবার রাশিয়ায় সোডা বিক্রি স্থগিত করার কথা জানায় তারা।
কোকা-কোলা বলে, রাশিয়া এবং ইউক্রেনে তাদের ব্যবসা ২০২১ সালে কোম্পানির নেট অপারেটিং রেভিনিউয়ে প্রায় ১ থেকে ২ শতাংশ অবদান রেখেছে।
অন্যদিকে পেপসিকো জানায়, তারা রাশিয়াতে কোলা বিক্রি স্থগিত করলেও প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস যেমন দুধ, দুগ্ধজাতীয় প্রোডাক্ট এবং শিশুদের খাদ্য বিক্রি চালিয়ে যাবে।
এর আগের দিন ম্যাকডোনাল্ডস জানায়, রাশিয়ায় তাদের ৮৪৭টি রেস্তোঁরা অস্থায়ীভাবে বন্ধ করবে তারা।
- সূত্র: রয়টার্স