ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে, হুঁশিয়ারি বাইডেনের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরেকবার নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, তার দেশ ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না। তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠাবে না আমেরিকা।
টুইটারে প্রেসিডেন্ট লিখেছেন, "আমি স্পষ্ট জানাতে চাই যে, আমরা ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তির সাথে ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করব।"
"তবে আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত মানেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা।"
জো বাইডেন বরাবর বলে আসছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোন সম্ভাবনাই নেই।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার দেশের বিরুদ্ধে ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন।
সর্বশেষ শুক্রবার জো বাইডেন রাশিয়ান অ্যালকোহল, সামুদ্রিক খাবার এবং হীরা আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।
- সূত্র- বিবিসি