ইউক্রেন যুদ্ধ: যেভাবে ভাড়াটে সৈন্য নিয়োগ দিচ্ছে রাশিয়া
ইউক্রেন যুদ্ধের জন্য দেশে ও দেশের বাইরে থেকে ভাড়াটে সৈন্য নিয়োগ দিচ্ছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত মেসেজিং গ্রুপগুলো ব্যবহার করে এই নিয়োগ চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে রাশিয়ার এই সৈন্য মোতায়েন প্রক্রিয়া।
যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে, ভাড়াটে সৈন্য সরবরাহকারী গুপ্ত সংস্থা ওয়াগনার গ্রুপের অনেক যোদ্ধাকে একটি টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত করে নতুন এক মিশনের অফার দেওয়া হয়। সেই টেলিগ্রাম গ্রুপে ব্যঙ্গাত্মক ভাষায় লেখা হয়, "সালো" নামে পরিচিত শুয়োরের মাংস খাওয়ার জন্য "ইউক্রেনে পিকনিক"-এর আমন্ত্রণ রইল আপনাদের।
যাদের পূর্ব অপরাধের রেকর্ড আছে, ঋণ আছে, এবং যারা ভাড়াটে সৈন্যের গোষ্ঠীগুলো থেকে নিষিদ্ধ, এমনকি পাসপোর্টবিহীন বহিরাগতদেরকেই আবেদন করার জন্য অনুরোধ করা হয়। লুহানস্ক, ডোনেস্ক এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলগুলো থেকেও যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়।
ওয়াগনার গ্রুপ রাশিয়ার সবচেয়ে গোপন সংগঠনগুলোর মধ্যে একটি। আনুষ্ঠানিকভাবে এর কোনো অস্তিত্বই নেই। কারণ ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করা রুশ এবং আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। কিন্তু গত সাত বছরে অন্তত ১০ হাজার সৈনিক ওয়াগনার গ্রুপের হয়ে অন্তত একটি চুক্তি করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির সঙ্গে কথা বলা একজন ভাড়াটে সেনা জানিয়েছেন, চুক্তিবদ্ধ ভাড়াটে যোদ্ধাদের সরাসরি ইউনিটে পাঠানো হচ্ছে। সেসব ইউনিটের দায়িত্বে রয়েছেন রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সামরিক গোয়েন্দা ইউনিটের অফিসাররা।
সেই ভাড়াটে সেনা আরও জানান, নিয়োগ নীতি আরও পরিবর্তিত হয়েছে। বিধিনিষেধ আরও কমিয়ে আনা হয়েছে।
"তারা একদম যাকে খুশি তাকে নিয়োগ করছে," বলেন তিনি। নতুন যোদ্ধাদের পেশাদারিত্বের অভাব নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেন।
নতুন ইউনিটগুলোকে এখন আর ওয়াগনার গ্রুপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে না। তাদেরকে 'হকস'-এর মতো নতুন নতুন নাম দেওয়া হচ্ছে।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির 'রাশিয়ান, ইউরেশিয়ান অ্যান্ড ইস্টার্ন ইউরোপিয়ান স্টাডিজ'-এর অধ্যাপক ক্যানডেস রনডেক্স বলেন, ব্র্যান্ড হিসেবে ওয়াগনারের গায়ে কালিমা লেগে যাওয়ায় তাদের সাথে দূরত্ব তৈরি করার একটি প্রবণতা দেখা যাচ্ছে এখন।
সিরিয়া এবং লিবিয়ায় অভিযান চলাকালে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অসংখ্য অভিযোগ এসেছে ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে।
বিবিসির সঙ্গে কথা বলা সেই ভাড়াটে সৈন্য জানান, দক্ষিণ রাশিয়ার মোলকিনোতে অবস্থিত একটি সেনা ঘাঁটির পাশে ওয়াগনারের ঘাঁটিতে নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হয়।
মেসেজিং গ্রুপের পাশাপাশি ভাড়াটে সেনা নিয়োগের জন্য রাশিয়াতে খোলাখুলি প্রচারণাও চালানো হয়েছে।
রাশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকেতে নিরাপত্তা কর্মকাণ্ডে বিশেষজ্ঞ হিসেবে বর্ণিত একটি পেজ থেকে ভাড়াটে সেনা নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়।
তবে এই বিজ্ঞাপনের ভাষা আলাদা। আক্রমণের প্রথম সপ্তাহে দেওয়া এই বিজ্ঞাপনে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলো থেকে 'কাছের একটি দেশে নিরাপত্তা রক্ষী' নিয়োগ দেওয়া হবে।
পূর্ব অপরাধের ইতিহাস আছে এমন সেনাদের আগে কখনোই ভাড়া নেওয়া হতো না। এছাড়া, আনুগত্য সম্পর্কিত সন্দেহের কারণে রাশিয়ার বাইরে জন্মগ্রহণকারী কাউকেও গ্রহণ করা হতো না।
আমেরিকা ভিত্তিক নিরাপত্তা থিংক ট্যাঙ্ক সোফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো জেসন ব্লাজাকিস বলেন, বর্তমানে যোদ্ধাদের চাহিদা অনেক বেশি। স্থলে সম্মুখযুদ্ধে পার্থক্য গড়তে রাশিয়ার হাজার হাজার ভাড়াটে সৈন্যের প্রয়োজন হবে।
শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার যোদ্ধা ইউক্রেনে লড়াই করার জন্য রুশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে মধ্যপ্রাচ্য থেকে স্বেচ্ছাসেবক যোদ্ধা এনে যুদ্ধে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।
এখন পর্যন্ত ওয়াগনার গ্রুপের ৪০০ জন যোদ্ধা ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছে বলে জানা যায়। বিবিসির সঙ্গে যোগাযোগ করা ওয়াগনার গ্রুপের সেই যোদ্ধা জানান, ইউক্রেন আক্রমণের শুরুর দিকে তাকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে পাঠানো হয়। সেখানে সফলভাবে একটি মিশন পরিচালনা করে তার ইউনিট।
তিনি বিবিসিকে বলেন, "তখন এক মাসের কাজের জন্য আমাদেরকে ২ হাজার ১০০ ডলার করে দেওয়া হয়। এবং আমরা রাশিয়ায় ফিরে আসি।"
ব্লাজাকিস বলেন, রাশিয়ান জনসাধারণের সমর্থন ধরে রাখার জন্যই মূলত এই ভাড়াটেদের ব্যবহার করা হচ্ছে।
পুতিনের ইউক্রেন আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ায় বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে গ্রেফতারও হয়েছেন হাজার হাজার রাশিয়ান।
ক্রেমলিন ভাড়াটেদের ব্যবহার করে রুশ সেনাবাহিনীর মৃত্যু সংখ্যা কমাতে চাচ্ছে বলে মনে করেন ব্লাজাকিস। কারণ ভাড়াটেদের একরকম 'সুইসাইড স্কোয়াড' হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মস্কো সবসময়ই ভাড়াটে গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের সব ধরনের যোগসূত্র অস্বীকার করে এসেছে।
সূত্র: বিবিসি।