এ বছর হজ পালনের সুযোগ পাবেন ১০ লাখ মুসল্লি
চলতি বছর সৌদি আরবে ১০ লাখ মুসল্লি হজ পালন করতে পারবেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় মিডিয়া।
দুই বছরের কঠোর বিধিনিষেধের পর এবার হজযাত্রীদের জন্য কোভিড নিষেধাজ্ঞা শিথিল করছে দেশটি।
এসপিএ নিউজ এজেন্সির এক বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর মক্কায় হজযাত্রীদেরকে অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে। সেইসাথে, সব যাত্রীরই টিকার ডোজ সম্পন্ন করে আসতে হবে।
এছাড়া, বিদেশ থেকে আসা যাত্রীদের একটি নেগেটিভ পিসিআর টেস্টের সার্টিফিকেট দেখাতে হবে বলে জানায় তারা।
গত বছর, হজের জন্য মাত্র ৬০ হাজার মানুষকে মক্কায় প্রবেশের অনুমতি দেয় সৌদি আরব। করোনার জন্য বিদেশি যাত্রীদেরও দেশটি ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। করোনা পূর্ববর্তী সময়ে সৌদিতে ২৫ লাখেরও বেশি মানুষ হজে অংশগ্রহণ করতো।
- সূত্র: রয়টার্স