ক্যান্সারে আক্রান্ত পুতিন! অস্ত্রোপচারের জন্য সাময়িকভাবে ছাড়বেন দায়িত্ব?
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সারে আক্রান্ত এবং তাকে ক্যান্সার থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করাতে হবে।
এ কারণে কয়েক দিনের জন্য রাশিয়ার অধুনালুপ্ত গোয়েন্দা সংস্থা কেজিবির প্রাক্তন প্রধানের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। টেলিগ্রাম চ্যানেল এসভিআর ক্রেমলিনের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমনটা দাবি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
খবর অনুযায়ী, পুতিনের অস্ত্রোপচারের তারিখ এখনও ঠিক হয়নি এবং এ নিয়ে আলোচনা চলছে। জরুরিভিত্তিতে যে পুতিনকে অপারশনের টেবিলে যেতে হচ্ছে তাও নয়, তবে বেশি দেরিও করা যাবে না। জানা গেছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তবে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
যদি পুতিন অস্ত্রোপচারে যান তাহলে রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পুরো দায়িত্বভার নিরাপত্তা পরিষদের প্রধান তথা কেজিবির প্রাক্তন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার নিকোলাই পেত্রুশেভের হাতে তুলে দিতে পারেন তিনি। ৭০ বছর বয়সি গোয়েন্দা কর্মকর্তা নিকোলাইকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ কৌশলের মাস্টারমাইন্ড হিসাবে বিবেচিত হন।
পুতিনের অস্ত্রোপচারের খবর এমন একটা সময়ে প্রকাশ্যে এসেছে যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, পুতিন বিপুল সংখ্যক রুশ সেনাকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছেন।
তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। দেশটি ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে। সম্প্রতি ওডেসায় এক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের চালান ধ্বংস করেছে রাশিয়া।