ডনবাসের ‘মুক্তি’ এখন রাশিয়ার প্রধান লক্ষ্য: রুশ পররাষ্ট্রমন্ত্রী
পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের মুক্তিকে রাশিয়া সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। টিএফওয়ানকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
ইউক্রেনে রুশ আগ্রাসনের তিন মাসেরও বেশি সময় পার হয়েছে। চলমান সামরিক অভিযানটি প্রতিবেশী দেশকে (ইউক্রেন) 'নিরস্ত্রীকরণ' এবং 'নব্য-নাৎসি শাসন' মুক্ত করতেই পরিচালিত হচ্ছে বলে নিজের বক্তব্যে জোর দিয়েছেন ল্যাভরভ।
সেইসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার জল্পনাও তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতার মনসদে আধিপত্য বিস্তারকারী মানুষটি অক্টোবরে পা রাখবেন ৭০ বছরে।
নিয়মিতভাবে প্রেসিডেন্ট পুতিনের জনসমক্ষে উপস্থিত হওয়ার বিষয়ে ল্যাভরভ বলেন, আমি মনে করি না যে, সদ্বিবেচক মানুষেরা এই ব্যক্তির (প্রেসিডেন্ট পুতিন) মধ্যে কোনও ধরনের অসুস্থতা বা অসুস্থতার লক্ষণ খুঁজে পাবেন।"
যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যু ও আবাসিক এলাকা ধ্বংস হওয়াসহ মানবিক ক্ষতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জোর দিয়ে বলেন, "রুশ সেনাদের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ এবং হামলা এড়াতে স্পষ্টভাবে কঠোর আদেশ দেওয়া হয়েছে।"
সামরিক অভিযানটির মূল লক্ষ্য এখন ডনবাসের স্বাধীনতা। দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ইউক্রেনের গুরুত্বপূর্ণ এই অংশটিকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে রাশিয়া।
ল্যাভরভ বলেন, "স্বাধীন রাষ্ট্র হিসেবে রুশ ফেডারেশন দ্বারা স্বীকৃত দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে জয়লাভ করা এখন রাশিয়ার সর্বোচ্চ ও নিঃশর্ত অগ্রাধিকার।"
গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিন মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে চলমান রয়েছে রুশ আগ্রাসন। এরমাঝে দুই পক্ষের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনার পদক্ষেপ নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি।
- সূত্র: বিবিসি