ইপিএলের ম্যাচে গ্যালারিতে ওসামা বিন লাদেন
করোনাভাইরাসের ধাক্কা সামলে মাঠে ফিরেছে ফুটবল। অন্যান্য শীর্ষ লিগের মতো ইংলিশ প্রিমিয়ার লিগও শুরু হয়েছে। যদিও কোনো লিগেই মাঠে দর্শক নেই। সবার নিরাপত্তার কথা ভেবে দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হচ্ছে খেলা। কিন্তু এই দর্শকশূন্য মাঠের গ্যালারিতেই দেখা মিলল ওসামা বিন লাদেনের।
চমকে যাওয়ার মতো তথ্যই। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মৃত্যুর ৯ বছর হয়ে গেছে। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর অভিজানে নিহত হন তিনি। সেই মানুষ কীভাবে ফুটবলে মাঠে থাকতে পারেন, সেটাও কিনা দর্শকশূন্য স্টেডিয়ামে!
এমন হওয়ার সুযোগ নেই। আসলে ইপিএলের ম্যাচ চলাকালীন গ্যালারিতে বিন লাদেনের একটি কাট আউট দেখা গেছে। যেটা নজরে পড়েছে ফুটবল ভক্তদের। যদিও ইতোমধ্যে কাট আউটটি সরিয়ে ফেলা হয়েছে।
মাঠে বসে খেলা দেখার সুযোগ না থাকায় ভিন্নধর্মী আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইপিএলের বেশ কয়েকটি দল। কাট আউটের মাধ্যমে দর্শকদের মাঠে থাকার সুযোগ করে দিয়েছে দলগুলো। এদের মধ্যে একটি দল লিডস ইউনাইটেড। ২৫ পাউন্ডের বিনিময়ে দর্শকদের ছবি ছাপিয়ে নিজেদের গ্যালারিতে কাট আউটগুলো বসিয়ে দেয় লিডস।
লিডসের অনেক ভক্তই নিজেকে গ্যালারিতে দেখতে ২৫ পাউন্ড খরচ করেছেন। ইপিএলের দলটি কাট আউটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। সেই ছবিতে নিজেকে খুঁজতে গিয়ে এক ভক্ত আবিষ্কার করেন, তার পাশে ওসামা বিন লাদেন বসা।
লিডস সমর্থকদের টুইটার পেজে সেই ভক্ত লিখেছেন, 'ধন্যবাদ জানাই লিডস ইউনাইটেডকে। তাদের কারণেই বিন লাদেনের পাশে বসার সুযোগ হলো।'
টাকা খরচ করলেও কোনো ভক্ত নিজের ছবির বদলে ওসামা বিন লাদেনের ছবি পাঠিয়ে দেন। যা লিডস ইউনাইটেডের কারো নজরে আসেনি। এমন কোনো ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেদিকে নজর রাখার কথা জানিয়েছে লিডস ইউনাইটেড কর্তৃপক্ষ।