কী শাস্তি হবে রিয়াল, বার্সা, জুভেন্টাসের?
টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েই ফুটবল দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল ইউরোপিয়ান সুপার লিগ। যদিও বিতর্কিত এই লিগটির পরিণতি ভালো হয়নি। শুরুর আগেই প্রায় শেষ দেখে ফেলেছে সুপার লিগ। প্রতিষ্ঠাতা ১২ ক্লাবের ৯টিই বের হয়ে গেছে। শুধু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনও সুপার লিগের অংশ হয়ে আছে।
এ জন্য বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে জায়ান্ট এই তিন ক্লাবকে। এমনই ঘোষণা দিয়েছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ভুল বুঝে ফিরে আসা ৯টি ক্লাবের শাস্তি হবে, সেটা সামান্য। তবে রিয়াল, বার্সা ও জুভকে দেওয়া হবে বড় শাস্তি।
উয়েফার ডাকে সাড়া না দিয়ে সুপার লিগে থেকে গেলে বড় বিপদই হতে পারে ক্লাব তিনটির। সেটাও একটি দুটি নয়, ক্লাবগুলোকে অনেক সমস্যায় পড়ে যেতে পারে বলে জানিয়েছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো। উয়েফার সভাপতি আলেক্সান্দোর সেফেরিন এক বিবৃতিতে জানিয়েছেন, যেসব ক্লাব তাদের আহ্বানে সাড়া দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সব ধরনের অধিকার উয়েফার আছে।
সুপার লিগ আয়োজনের ঘোষণার পরপরই শুরু হয় নিষেধাজ্ঞার গুঞ্জন। আগেই শোনা গেছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারে রিয়াল, বার্সা ও জুভেন্টাস। তবে এটা হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা, স্প্যানিশ দৈনিক স্পোর্তো তাদের খবরে এমনই লিখেছে।
এমন সিদ্ধান্ত মোটামুটি নিয়ে ফেলেছেন উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরেন। ক্লাব তিনটিকে এমন শাস্তি দেওয়াই যুক্তিযুক্ত মনে করছেন তিনি। আগামী ২৯ মে ইস্তাম্বুলে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর রিয়াল, বার্সা ও জুভেন্টাসের শাস্তির ব্যাপারে প্রস্তাব দেবেন তিনি। এই তিন ক্লাবের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন লিগের জৌলুশ কমবে জেনেও এমন শাস্তির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।