জাতীয় দলের স্কিল ক্যাম্পে ২৭ ক্রিকেটার
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল ট্রেনিংয়ের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প।
রোববার পৌনে তিনটা থেকে মিরপুরে অনুশীলন শুরু। এরআগে হোটেল সোনারগাঁওয়ে উঠবেন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার। এখানে সাতদিন আইসোলেশনে থাকবেন ক্রিকেটাররা।
সবকিছু চূড়ান্ত হলে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। দেশ ছাড়ার আগের দিন পর্যন্ত (২৬ সেপ্টেম্বর) চলবে এই ক্যাম্প। জৈব সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের ট্রেনিং ও চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে।
স্কিল ক্যাম্পের স্কোয়াড বলা হলেও এটা মূলত শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল। এই দলটিকে নিয়ে চলবে অনুশীলন। কয়েকদিন পর ২০ সদস্যের দল গঠন করা হবে। এই দলটি নিয়ে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। বাকি সাতজনকে রাখা হবে স্ট্যান্ডবাই হিসেবে। শ্রীলঙ্কায় গিয়ে দল আরও ছোট করা হবে। সংখ্যাটা ১৭-তে নামিয়ে আনা হবে। বাকি তিনজনকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।
ক্যাম্পে যাক পাওয়া ২৭ ক্রিকেটারদের মধ্যে ১৮ জনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ঢাকার বাইরে থেকে ক্রিকেটারদের নমুনা নেওয়া হয়েছে শনিবার। পরীক্ষায় নেগেটিভ এলে এসব ক্রিকেটার অন্যদের সঙ্গে কাল থেকেই অনুশীলনে যোগ দিতে পারবেন।
প্রাথমিক এই দলে ফেরার মধ্য দিয়ে টেস্টের জন্য বিবেচিত হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে বাদ দিয়ে তাকে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে বলা হয়েছিল বিসিবির পক্ষ থেকে।
যে কারণে তাকে টেস্টের কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি। কেন্দ্রীয় চুক্তির পর বাংলাদেশ কোনো টেস্ট খেলেনি। এমন কি কোনো ম্যাচই খেলেনি। করোনাভাইরাসের প্রকোপের কারণে সবই বন্ধ ছিল। ঠিক কী কারণে তাকে দলে ফেরানো হলো, সেটা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজর রহমান। মাহমুদউল্লাহর মতো তিনিও লাল বলের চুক্তিতে নেই। উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দীর্ঘদিন পর বিবেচিত হয়েছেন। ফিরেছেন পেসার রুবেল হোসেন ও আল আমিন হোসেন। করোনামুক্ত না হলেও স্কোয়াডে রাখা হয়েছে ওপেনার সাইফ হাসানকে।
৯ জন পেসারকে নেওয়া হয়েছে প্রাথমিক এই দলে। প্রাথমিক দলে নয়জন পেসার থাকলেও দলের সঙ্গে সফর করবেন ছয়জন। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর। যদিও কোয়ারেন্টিন জটিলতায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ভাগ্য অনিশ্চয়তায় পড়ে গেছে।
স্কিল ক্যাম্পের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সাইফ হাসান।