টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শেষ হলো কিছুক্ষণ আগে। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে স্বাগিতক ওমান। পরের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 'বি' গ্রুপের এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
টস জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, 'আমরা প্রথমে বোলিং করতে চাই। উইকেট দেখতে ভালো লাগছে, অনেক রান হতে পারে। তবে শিশিরের কথা ভেবে আমরা রান তাড়া করতে চাই।'
স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার বলেন, 'আমরা এটাতে খুশি। প্রথমে ব্যাটিং পেয়ে আমরা খুশি। রান করলে পরে চাপ তৈরি করা যায়। পরে হয়তো শিশির থাকবে, কিন্তু এটার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।'
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড একাদশ: জর্জ মানসে, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক)), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলেওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফিয়ান শরীফ ও, ব্র্যাডলি হুইল।