দিয়াগো ম্যারাডোনা: লাখো মানুষের অশ্রুসজল শেষ শ্রদ্ধা নিবেদন
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট প্রাসাদে কিংবদন্তির ফুটবলার ডিয়াগো ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন তার লাখো ভক্ত-অনুরাগী। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই জাতীয় নায়কের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু করেছে দেশটি।
গত বুধবার ৬০ বছর বয়সে হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবীকে চিরবিদায় জানান ম্যারাডোনা।
প্রেসিডেন্ট প্রাসাদ- কাসা রোসাডায় তার কফিন প্রদর্শনের সময় সমবেত ভক্তরা তার উদ্দেশ্যে চুমু ছুঁড়ে দেন, প্রার্থনামন্ত্র জপ করেন। কমপক্ষে দশ লাখ মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ম্যারাডোনার কফিনটি আর্জেন্টিনার জাতীয় মোতাকায় মুড়িয়ে দর্শনার্থীদের জন্য রাখা হয়। সেখানে তার জার্সির ১০ সংখ্যাটিও লেখা ছিল। আর্জেন্টিনার স্থানীয় সময় আজ বিকেল পর্যন্ত সেখানে কফিনটি রাখা হবে।
সকাল হতেই কাসা রোসেডা যেতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় মানুষের ঢল নামে। অনেক ভক্তকে প্রাসাদে প্রবেশ করার সময় নিরাপত্তা বেষ্টনীর গায়ে ধাক্কা দিতেও দেখা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা রক্ষীদল সতর্ক ছিল।
আজ সকালেই ব্যক্তিগত এক আয়োজনে ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা জানান তার পরিবার-পরিজন ও সতীর্থরা। এরপর তার মরদেহ প্রেসিডেন্ট প্রাসাদে নেওয়া হয়।
এর আগে গত বুধবার রাতে বুয়েন্স আয়ার্সের প্লাজা ডি মায়ো চত্বরে নামে জনতার ঢল। উদ্বিগ্ন কর্মকর্তারা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের চেষ্টায় দ্রুত সেখানে কর্ডন স্থাপন করেন। সারা রাত সেখানে লাখ লাখ আর্জেটিনো নাগরিক সমবেত হয়ে ফুটবল কিংবদন্তির জীবনের আলোচিত মুহূর্তগুলো স্মরণ করেন।
- সূত্র: বিবিসি