দুঃসময় পিছু ছাড়ছে না জার্মানির
উয়েফা নেশন্স লিগ মানেই যেন জার্মানির জন্য হতাশার গল্প। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই আসরে খেলতে এলেই খেই হারায়। নেশন্স লিগের দুই আসর মিলিয়ে ছয়টি ম্যাচ খেললেও এখনও জয়ের স্বাদ নেওয়া হয়নি তাদের। এবারের আসরে প্রথম ম্যাচের পুরোটা সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে স্পেনের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।
দ্বিতীয় ম্যাচেও অনেকটা একই গল্প লিখলো তারা। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও হাসিমুখে শেষটা করতে পারেনি জার্মানি। নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছে তারা।
জার্মানির হতাশার রাতে গোল উৎসব করেছে স্পেন। প্রথম ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকা স্পেন সব ক্ষোভ যেন ইউক্রেনের ওপর ঢেলে দিয়েছে। সার্জিও রামোস, আনসু ফাতি ও ফেরান তোরেসদের জ্বলে ওঠার ম্যাচে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন।
স্পেনের হয়ে দারুণ এক রেকর্ড করেছেন ফাতি। দেশটির ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করেছেন বার্সেলোনার হয়ে খেলা ১৭ বছর বয়সী এই উইঙ্গার।
সুইজারল্যান্ডের বিপক্ষে বল দখলের লড়াইয়ে সব সময়ই এগিয়ে ছিল জার্মানি। শুরু থেকেই নিয়ন্ত্রণের সঙ্গে খেলা জার্মানি ১৪তম মিনিটে এগিয়ে যায়। গোল করে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার গিনদোয়ান। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জার্মানি। বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে সময় নেয়নি সুইজারল্যান্ড। ৫৭তম মিনিটে সুইসদের হয়ে গোল করেন সিলভান উইডমার।
ইউক্রেনের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় স্পেন। পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক সার্জিও রামোস। ২৯তম মিনিটে দারুণ এক গোলে স্পেনকে আরেকটু এগিয়ে নেন রামোস। তিন মিনিট পরই প্রতিপক্ষের জালে বল পাঠান আনসু ফাতি। ৮৪তম মিনিটে স্পেনের হয়ে চতুর্থ গোলটি করেন ফেরান তোরেস।
নেশন্স লিগে আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়েছে রাশিয়া। টানা দ্বিতীয় জয় পেয়েছে গ্যারেথ বেলের দল ওয়েলস। বুলগেরিয়াকে ১-০ গোলে হারয়েছে তারা। কসোভোর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে গ্রিস। তুরস্ক-সার্বিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।