দেশে ফিরে গেলেন তিন কোচ
আন্তর্জাতিক সূচি নেই। সহসা শুরু হচ্ছে না ঘরোয়া ক্রিকেটও। রোববার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে ছুটি মিলবে ক্রিকেটারদের। এ সময়ে কিছু করার নেই কোচদেরও। তাই ছুটি নিয়ে দেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের তিন কোচ।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় গেছেন। পেস বোলিং কোচ ওটিস গিবসন ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজে। শনিবার রাত ১টার দিকে ঢাকা ছাড়েন এই তিন কোচ।
পাঁচটি দল নিয়ে আগামী নভেম্বরের শেষের দিকে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগে থেকে অনুশীলন শুরু করবে দলগুলো। এর আগে এই তিন কোচ ঢাকা ফিরবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। তবে টুর্নামেন্টটি পিছিয়ে গেলে বা না হলে তাদের ফিরতে আরও দেরি হবে।
বিসিবি প্রেসিডেন্টস কাপে দুটি দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ওটিস গিবসন ও রায়ান কুক। ফাইনালে ওঠা মাহমুদউল্লাহ একাদশের প্রধান কোচ ছিলেন ওটিস গিবসন। ফাইনালে উঠতে ব্যর্থ তামিম ইকবালের দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন রায়ান কুক। ডমিঙ্গো ছিলেন পুরো টুর্নামেন্টের তদারকির দায়িত্বে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন দলের সঙ্গে ছিলেন না জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচরা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শুরু করা ক্যাম্পে যোগ দিতে সেপেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা আসেন ড্যানিয়েল ভেটোরি ছাড়া বাকি কোচিং স্টাফরা।
ক্যাম্প শেষে বিসিবি প্রেসিডেন্টস কাপে দায়িত্ব পালন করছিলেন সবাই। একটি ম্যাচ বাকি থাকতে তিনজন দেশে ফিরলেন। তবে ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ও এইচপির ট্রেনার লিক লি আগামী ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা থাকবেন। এ সময়ে ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন এ দুজন। মারিও বিল্লাভারায়েন দায়িত্ব ছাড়ায় গত মার্চ থেকে জাতীয় দলে ট্রেনার হিসেবে কাজ করছেন নিক লি।
বিসিবি প্রেসিডন্টস কাপ শেষে দলীয় অনুশীলন হবে না। জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটাররা ফিরবেন নিজ নিজ বাসাতে। তবে এ সময় একক অনুশীলনের ব্যবস্থা রাখা হবে। কোনো ক্রিকেটার অনুশীলন চালিয়ে যেতে চাইলে সব ধরনের সুযোগ-সুবিধা দেবে বিসিবি।