নেশন্স লিগে স্পেন-জার্মানির হতাশার রাত
গোল উৎসবের ম্যাচ, দুই দলই পেয়েছে গোলের দেখা। হতে হতে ছয় গোল হয়ে যায়। কিন্তু কারো মুখে নেই হাসি। ম্যাচটি কেউই জেতেনি। আরও একবার ড্রয়ের ফাঁদে আটকে থাকতে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে।
উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে জোয়াকিম লো'র দল। ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে আসে জার্মানি। কিন্তু জয়ের মুখ দেখা হয়নি তাদের।
নেশন্স লিগের দুই আসর মিলিয়ে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে জার্মানি। গত আসরে জয়হীন ছিল দলটি। এবারও খুব একটা সুবিধা করতে পারছে না তারা। ৪ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে জার্মানি। বাকি তিন ম্যাচেই ড্র করে মাঠ ছাড়েন মুলার-জিনাব্রিরা।
আরেক ম্যাচে স্পেনকে হতাশায় পুড়তে হয়েছে। 'এ' লিগের চার নম্বর গ্রুপের শীর্ষ দলটি ইউক্রেনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে। ইউক্রেনের হয়ে ৭৬তম মিনিটে একমাত্র গোলটি করেন ভিক্টর টাইহানকভ। ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপের দুই নম্বরে আছে জার্মানি। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে ইউক্রেন।
ছয় গোলের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে জার্মানি। ৫ মিনিটেই জার্মানদের জালে বল পাঠান সুইজারল্যান্ডের মারিও গাভরানোভিচ। ২১ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন রেমো ফ্রেউলার।
২-০ গোলে পিছিয়ে পড়া জার্মানি ম্যাচে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। ২৮তম মিনিটে টিমো ওয়ার্নারের গোলে ব্যবধান কমায় তারা। ৫৫ তম মিনিটে কাই হাবের্টজের গোলে সমতায় ফেরে জার্মানি।
পরের মিনিটে আবারও এগিয়ে যায় সুইসরা। এ সময় দলের হয়ে দ্বিতীয় গোল করেন গাভরানোভিচ। ৬০ মিনিটে সার্গে জিনাব্রির গোলে আবারও সমতায় ফেরে জার্মানি। এরপর দুই দল অনেক চেষ্টা করেও গোল আদায় করে নিতে পারেনি।