পেপসির নতুন বিজ্ঞাপনের জন্য মেসির অভূতপূর্ব নৈপুণ্যের ‘ট্রিক শট’
বার্সেলোনা ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় মনে করা হয়।
মেসি নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, খুব কম খেলোয়াড়ই ফুটবল জগতের ইতিহাসে তা করতে পেরেছেন।
বিদ্যুৎগতিতে প্রতিপক্ষকে পাশ কাটিয়ে বল নিয়ে যাওয়া কিংবা ড্রিবলিং দক্ষতায় দর্শককে মুগ্ধ করে বলকে নিজের পায়ের দখলে রাখায় মেসি অনবদ্য।
এ ছাড়াও, খেলায় সূক্ষ্মতার বিচারে ও প্রতি পয়েন্টে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করায় মেসির জুড়ি মেলা ভার। ফ্রি-কিক থেকে গোল দেওয়ার হিসাবে এই ক্ষুদে জাদুকরের চাইতে বেশি গোল এখনও পর্যন্ত আর কোনো ফুটবলারের ঝুলিতে নেই।
নির্ভুলতার প্রসঙ্গ যখন এলো, তখন মেসির অতি-সাম্প্রতিক ভিডিওর কথা না বললেই নয়। পেপসি'র নতুন বিজ্ঞাপনের জন্য মেসির ফুটবল দক্ষতা ও অসাধারণ নৈপুণ্য আবারও তাক লাগিয়ে দিয়েছে দর্শককে।
মেসি নিজেই তার ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা ছিল 'আমি পুরোপুরি নির্ভুলতার সঙ্গে পেপসি পরিবেশন পছন্দ করি।'