ফার্নান্দেসের হ্যাটট্রিকে মৌসুম শুরুর ম্যাচে ম্যান ইউর গোল উৎসব
শুক্রবার মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম। দ্বিতীয় দিন মাঠে নেমেছিল ম্যানচেষ্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে প্রথম ম্যাচেই প্রতিপক্ষের জালে গোল উৎসব করলো রেড ডেভিলরা। ম্যান ইউর গতিময় ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি লিডস ইউনাইটেড।
ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে লিডসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যান ইউ। পাঁচ গোলের তিনটিই করেন ব্রুনো ফার্নান্দেজ। একটি করে গোল করেন ম্যাসন গ্রিনউড ও ফ্রেড। এর মধ্যে চারটি গোলে অবদান আছে পল পগবার। লিডস ইউনাইটেডের পক্ষে একমাত্র গোলটি করেন লুক আইলিং।
বল দখলে লড়াই হয় সমান সমান। বরং লিডসই এগিয়ে ছিল। ম্যাচে ৫১ শতাংশ সময় বল পায়ে রাখে তারা। কিন্তু গোছালো আক্রমণে গোল আদায় করে নিতে পারেনি তারা। ম্যান ইউ গোলমুখে শট নিয়েছে ১৬টি, এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। লিডসের নেওয়া ১০টি শটের ৩টি ছিল লক্ষ্যে।
প্রধমার্ধে ম্যান ইউর আক্রমণ সামলে ভালোই লড়াই করে লিডস। এই অর্ধে একটি গোল হজম করে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে লিডসের কোনো রক্ষণ দেয়ালই পারেনি ম্যান ইউর আক্রমণ রুখতে।
৩০তম মিনিটে পর্তুগিজ মিড ফিল্ডার ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। প্রথমার্ধে আর গোল হয়নি। বিরতি থেকে ফিরেই সমতা টানে লিডস। লুক আইলিং গোল করে স্বস্তি ফেরান। কিন্তু এরপর যে ম্যান ইউর গোল উৎসব শুরু হয়, সেটা চলতে থাকে ৬৮তম মিনিট পর্যন্ত।
ম্যান ইউকে আবারও এগিয়ে নিতে সময় নেননি ম্যাসন গ্রিনউড। ৫২তম মিনিটে লিডসের জালে বল পাঠান ইংলিশ এই ফরোয়ার্ড। দুই মিনিট পরই ফের জালের ঠিকানা পান হ্যাটট্রিক হিরো ব্রুনো ফার্নান্দেস। ৫৪তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
৬০তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফার্নান্দেস। ৬৮তম মিনিটে ম্যান ইউর পক্ষে পঞ্চম গোলটি করেন ব্রাজিলয়ান মিড ফিল্ডার ফ্রেড। এরপর আরও কয়েকটি আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কোনো দলই আর গোলের দেখা পাননি।