মেসিকে আলভারেজের হুমকির পর মাইক টাইসনের সতর্কতা: আমাকে তাহলে রিংয়ে ফিরতে হবে
মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের পর মেসির বিরুদ্ধে মেক্সিকোর জাতীয় দলের জার্সির ওপর পা রাখার অভিযোগ তুলেছিলেন মেক্সিকান বক্সার সল 'ক্যানেলো' আলভারেজ।
তার মন্তব্যের পরই বক্সিং কিংবদন্তি মাইক টাইসন মেসির সমর্থনে এগিয়ে এসে ক্যানেলোকে সতর্ক করে বলেন তার বিরুদ্ধে রিংয়ে নামবেন তিনি। বিবিসি স্পোর্টসকে টাইসন বলেন, "যদি সে মেসিকে স্পর্শ করার সাহস দেখায়, আমাকে তাহলে রিংয়ে ফিরতে হবে।"
ক্যানেলো অবশ্য ইতোমধ্যেই মেসির কাছে ক্ষমা চেয়েছেন। ক্যানেলো টুইটারে লেখেন, "শেষ কয়েকদিনে আমি আমার দেশের প্রতি আবেগ এবং ভালোবাসার কারণে বেশ কিছু মন্তব্য করেছি, যেগুলো ঠিক হয়নি। তাই আমি মেসি এবং আর্জেন্টিনার জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখি এবং এখন এটা আমার সময় সেটি করার।"
পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের পর আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে জিজ্ঞাসা করা হয় ক্যানেলোর মন্তব্য নিয়ে। মেসি মন্তব্য করেন মেক্সিকোর মানুষকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না তার।
"এটা একটা ভুল বোঝাবুঝি। যারা আমাকে চেনে তারা যানে যে আমি কোনো মানুষকেই অসম্মান করি না। এটা ম্যাচের পর ড্রেসিং রুমে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছে। আমি কারো কাছে ক্ষমা চাইবো না কারন আমি কাউকে অসম্মান করিনি, হোক সেটি মেক্সিকোর মানুষ কিংবা জার্সি।"