দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রোনালদোর খেলা নিয়ে সংশয়
বিশ্বকাপে গ্রুপ 'এইচ'-এ নিজেদের সর্বশেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত নয়টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এর আগের দুটি ম্যাচ জিতে ইতোমধ্যেই নক-আউট পর্ব নিশ্চিত করে ফেলায় আপাতত নির্ভার আছেন পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস। কিন্তু ভক্তদের জন্য দুশ্চিন্তার খবর হচ্ছে, আজ রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দলের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।
৩৭ বছর বয়সী পর্তুগিজ অধিনায়ক বুধবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন এবং নিজে আলাদাভাবে জিমে চর্চা করেছেন। কোচ সান্তোসের ভাষ্যে, "আমি মনে করি রোনালদোর আজকে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। দেখা যাক কি হয়।"
তবে ঘানা ও উরুগুয়েকে হারিয়ে পর্তুগাল আগেই গ্রুপ চ্যাম্পিয়নের জায়গাটি নিশ্চিত করায় আজকের ম্যাচে রোনালদো ফিট থাকলেও হয়তো তাকে নামাবেন না ফের্নান্দো সান্তোস। এদিকে দক্ষিণ কোরিয়ার এখনও শেষ ষোলোতে পৌছানোর সুযোগ রয়েছে।
পর্তুগিজ কোচ বলেন, "আজকে যদি রোনালদো অনুশীলন করে এবং কতটুকু করবে, তার উপর নির্ভর করছে সে খেলবে কিনা। যদি দেখি সে ভালো অবস্থায় আচ্ছে... আর সে না খেলতে পারে, তার জন্যেও অন্য একটা পরিকল্পনা থাকবে।
তিনি আরও জানিয়েছেন, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে উরুতে চোট পাওয়ার কারণে দলের ডিফেন্ডার নুনো মেন্দেস বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না।
সূত্র: রয়টার্স