আর্জেন্টিনার সাথে আট বছর আগের হিসাব এখনও বাকি: ডাচ কোচ ফন গাল
২০১৪ বিশ্বকাপে আলবেসিলেস্তার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলো ডাচরা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লুই ফন গাল তাই আট বছর আগের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছেন।
ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ডাচদের হারিয়ে ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনায়। ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হয় মেসির দল।
ফন গাল বলেন, "মেসি এমন একজন খেলোয়াড় যে একাই ম্যাচের পটপরিবর্তন করে দিতে পারে। ২০১৪ বিশ্বকাপে মেসি যদিও কোনো রকম গোল পায়নি, কিন্ত টাইব্রেকারে আমরা হেরে যাই। এবার আমরা তার প্রতিশোধ চাই।"
সাবেক বার্সেলোনার এই কোচ খোলাসা করে বলেছেন, কাতার বিশ্বকাপের পরেই ফুটবল থেকে অবসরে যাবেন তিনি।
নিয়মতান্ত্রিকভাবে অবসরে গেলেও কখনোই ফুটবলকে 'না' বলতে চান না এই কোচ। তার মতে, "ওয়ান শ্যুড নেভার সে নেভার।"
টানা ১৯ ম্যাচে অপরাজিত ডাচরা এবার কাতার বিশ্বকাপে নিজেদের গৌরব ধরে রাখতে চান।
ফন গাল নিজের দলের অবস্থান পরিষ্কার করতে জোর দিয়ে বলেন, "আমি বলেছি আমরা বিশ্বকাপ জিততে পারি তার মানে এই নয় আমরাই জিতবো। কিন্তু শেষে এসে যদি দেখা যায় আমরা সত্যিই জিতিনি তার মানে এই নয় যে আমরা ব্যর্থ হয়েছি।"