ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে বিশ্বকাপে খেলছেন লাউতারো মার্টিনেজ
লিওনেল মেসির সঙ্গী হিসেবে আর্জেন্টিনার আক্রমণভাগে আলো ছড়ানোর কথা ছিল তার, কিন্তু কাতার বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে একটি গোলও করতে পারেননি লাউতারো মার্টিনেজ। মার্টিনেজের জায়গা নেওয়া হুলিয়ান আলভারেজ ইতোমধ্যে করেছেন দুই গোল।
তবে মার্টিনেজের ফর্মহীনতার পেছনে তার গোড়ালির চোটের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তার এজেন্ট, এমনকি বিশ্বকাপে খেলার জন্য ব্যথানাশক ইঞ্জেকশনও নিয়েছেন মার্টিনেজ।
লাউতারো মার্টিনেজের চোট সম্পর্কে তার এজেন্ট আলেহান্দ্রো কামাচো জানান, 'সে গোড়ালির চোটে আক্রান্ত এবং এটি দূর করতে কঠোর পরিশ্রম করছে। চোট সাড়ার পর আবারও সেই দুর্দান্ত লাউতারোকে দেখা যাবে।'
সৌদি আরবের বিপক্ষে অফসাইডের জন্য দুইটি গোল বাতিল হয় মার্টিনেজের। সেটিও তার আত্মবিশ্বাসের ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে মনে করেন তার এজেন্ট, 'লাউতারো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। সে সবসময়ই খুবই শক্ত মানসিকতা ধারণ করে, তবে সৌদি আরবের বিপক্ষে গোলগুলো বাতিল হওয়া মেনে নেওয়াটা ওর জন্য কঠিন ছিল।'
এদিকে মার্টিনেজের ফর্মহীনতার কারণে একাদশে জায়গা পাওয়া হুলিয়ান আলভারেজ দুই গোল করে আলো ছড়িয়েছেন। আলভারেজের সঙ্গে মার্টিনেজের এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা দল এবং উভয় খেলোয়াড়ের জন্য ভালো বলে জানান কামাচো।