বিশ্বকাপের অনন্য ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ মেসির সামনে
মেসি যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন, তারমধ্যে কাতার বিশ্বকাপের পারফরম্যান্সকেই অনেকে তার সেরা বিশ্বকাপ পারফরম্যান্স হিসেবে মনে করছেন। মেসির লক্ষ্য পরিষ্কার, তিনি এবার বিশ্বকাপ জিততে চান। কয়েক মাস ধরে তিনি নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন, জানেন তাকে নভেমবর-ডিসেম্বর মাসজুড়ে তার ক্যারিয়ারের সেরা খেলাটা খেলতে হবে। এবং এখনো পর্যন্ত টুর্নামেন্টজুড়ে তিনি যা দেখিয়েছেন, তাতে তাকে সফলই বলা চলে।
এখন মেসির সামনে এক অনন্য ট্রেবল জয়ের সুযোগ রয়েছে, কেবল বিশ্বকাপই নয়, গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জয়ের রাস্তাও তার সামনে খোলা।
মেসি আরেকটি গোল্ডেন বল জিততে পারেন
আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে থাকা ফিফার টেকনিকাল স্টাডি গ্রুপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দেরকে নিয়ে একটী তালিকা তৈরি করেছেন, যেখানে সাংবাদিকরা ভোট দিয়ে সেরা খেলোয়াড় নির্বাচন করবেন। এখনো সেমিফাইনাল আর ফাইনাল বাকি থাকলেও মেসি যা করে দেখিয়েছেন, তাতে ভোটের একটা বড় অংশ যে তার পক্ষে পোড়বে তা ধরে নেওয়াই যায়। তিনি এর আগেও ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন, যদিও ফাইনালে হেরে গিয়েছিলেন জার্মানির কাছে। এবারও কি মেসি আরেকবার গোল্ডেন বল জিতবেন?
২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা
মেসির মূল লক্ষ্য দেশের হয়ে বিশ্বকাপ জেতা হলেও মেসির বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুটও জিতে নিতে পারেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৫ গোল করে সবার এগিয়ে থাকলেও মেসি মাত্র এক গোল পিছিয়ে আছেন, ফ্রান্সের আরেক ফরোয়ার্ড অলিভিয়ে জিরুও করেছেন ৪ গোল।
মেসি আর্জেন্টিনার জার্সি গায়েও সবচেয়ে সেরা বছর কাটাচ্ছেন। ২০২২ সালে এখনো পর্যন্ত মেসি করেছেন ২২ গোল, যা অন্য যেকোনো বছরের চেয়ে বেশি।
মেসির অন্যান্য রেকর্ড
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পাঁচ ম্যাচের তিনটিতেই ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছেন মেসি, মেক্সিকো, পোল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে।
কেবল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার সহযোদ্ধা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন, অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। এই নিয়ে বিশ্বকাপে মোট ১০টি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। এরপরেই আছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো, ৭টি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিয়ে।
আরও দুটো রেকর্ড মেসির সামনে অপেক্ষা করছে। যদি এই বিশ্বকাপে মেসি আর গোল করেন, তবে আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। এছাড়াও সর্বোচ্চ বিশ্বকাপ ম্যাচ খেলা লোথার ম্যাথাউসের ২৫ ম্যাচ খেলার রেকর্ডও ছুঁয়ে ফেলবেন সেমিফাইনালে মাঠে নামার মাধ্যমে।