৩৭ বছর বয়সে যে রেকর্ডটি নিজের করে নিতে যাচ্ছেন মদ্রিচ
বয়স হয়ে গেছে ৩৭, তবুও থামার কোনো লক্ষণ তো নেই-ই, উল্টো দলের সবথেকে বড় অস্ত্র এখনো তিনি। এই প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার তো বটেই, সর্বকালের সেরাদের তালিকায়ও উচ্চারিত হয়য় লুকা মদ্রিচের নাম।
আজ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার সাথে সাথে একটি রেকর্ড সঙ্গী হবে ক্রোয়াট অধিনায়কের। ৩৭ বছর বয়সেও মাঝমাঠ দাপিয়ে বেড়ানো লুকা মদ্রিচের অর্জনের ভান্ডারে যুক্ত হবে আরেকটি পাতা।
এক বিশ্বকাপে ৬ টি ম্যাচে শুরুর একাদশে থাকা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হতে যাচ্ছেন মদ্রিচ। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ক্রোয়েশিয়ার খেলা ৫ টি ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি।
এর মধ্যে শুধুমাত্র জাপানের বিপক্ষে অতিরিক্ত সময়ে বদলি হয়ে উঠে যাওয়া ব্যতিত প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিটই খেলেছেন মদ্রিচ।
৩৭ বছর বয়সে এসেও লাগাতার অসাধারণ সব পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন লুকা মদ্রিচ। আর মাত্র দুইটি ম্যাচে নিজের সেরাটা দিতে পারলেই অর্জন করবেন ক্যারিয়ারের সবথেকে বড় পুরস্কার।
সেই প্রবল আরাধ্য বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখতে মদ্রিচ চেষ্টার কমতি রাখবেন না নিশ্চয়ই।