বার্সা কোচ কোমান বরখাস্ত
ন্যু ক্যাম্পের দায়িত্ব নেওয়ার ১৪ মাসের মাথায় বার্সেলোনার প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রোনাল্ড কোমানকে।
বুধবার নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কোম্যানকে বরখাস্ত করার খবর নিশ্চিত করেছে বার্সেলোনা।
টুইটবার্তায় ক্লাবটি লিখেছে, 'মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোমানকে অব্যাহতি দিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর তাকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ... ক্লাবকে সেবা দেওয়ার জন্য বার্সেলোনার পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ শুভকামনা রইল।'
টুইটে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্কোয়াডকে বিদায় জানাবেন কোমান।
বুধবার রায়োর বিপক্ষে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এ নিয়ে লিগে সবশেষ দুই ম্যাচেই হারের মুখ দেখল ক্লাবটি। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হারে ২-১ গোলে।
চ্যাম্পিয়ন্স লিগেও সময়টা ভালো যাচ্ছে না বার্সার। ইউরোপ-শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে এবারের মৌসুমে তিন ম্যাচের দুটিতেই হারের মুখ দেখেছে তারা। এছাড়া লা লিগায় এবার ১০ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ মাত্র ১৫ পয়েন্ট। পয়েন্ট তালিকায় ক্লাবটি নবম স্থানে আছে।
কোচ হিসেবে সময়টা মোটেই ভালো যাচ্ছিল না নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক ফুটবলার কোমানের। গত মৌসুমে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটি তার কোচিংয়ে তৃতীয় স্থান লাভ করে।
একের পর এক ব্যর্থতার কারণে কোমানকে বরখাস্ত করার দাবি ও গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সত্যিই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে।
এদিকে টাকার অভাবে বার্সার অবস্থা সঙিন। আর্থিক সমস্যার কারণে লিওনেল মেসিকে ছেড়ে দেয় ক্লাবটি। গ্রীষ্মকালীন দলবদলেও নতুন কাউকে দলে টানতে পারেনি। মেস্ফিস ডেপাই, সার্জিও আগুয়েরো ও এরিক গার্সিয়ার মতো খেলোয়াড়রা বার্সায় এসেছেন ফ্রি ট্রান্সফারে। সেভিয়া থেকে ধারে বার্সেলোনায় নাম এসেছেন স্ট্রাইকার লুক ডে জং।
এসব কারণে নতুন মৌসুমের জন্য ভালো দল গড়তে পারেনি কাতালান ক্লাবটি। এর জেরেই দেখতে হচ্ছে একের পর এক ব্যর্থতা।
বুধবার মাঠে হারের পর বিষয়টি স্বীকার করে কোমান বলেন, 'লিগে বার্সেলোনা ভালো অবস্থানে নেই। দলটি ভারসাম্য হারিয়েছে। কার্যকর খেলোয়াড়দের হারানোর ফল ফুটে উঠছে খেলায়। সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য ক্লাব প্রতি মৌসুমেই শক্তিশালী হয়েছে। কিন্তু আমরা তা করতে পারিনি, এটাও স্পষ্ট।'
এদিকে জোর গুঞ্জন চলছে, প্রাক্তন বার্সা কিংবদন্তি, বর্তমান কাতারি সাইড আল সাদ-এর ম্যানেজার জাভি এগিয়ে আছেন কোমানের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে।
- সূত্র: বিবিসি