ভক্তদের ‘ভদ্র’ হওয়ার অনুরোধ মাশরাফি-তামিমদের
সবাই ক্রিকেটের ভক্ত, কিন্তু পছন্দের ক্রিকেটার আলাদা আলাদা। সেখান থেকেই জন্ম তামিমিয়ান, মাশিরাফিয়ান, মুশফিকিয়ানের। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে এমন ফ্যান গ্রুপ তো আছেই, তরুণ ক্রিকেটাররাও বাদ যাননি। কিন্তু এসব ফ্যান গ্রুপ থেকে কাজের কাজ কিছুই হচ্ছে না, উল্টো একদল আরেক দলকে আক্রমণ করে বসছে।
এক ক্রিকেটারের ভক্ত অন্য ক্রিকেটারের ভক্তকে আক্রমণ করছে, করা হচ্ছে গালিগালাজ। ব্যাপাগুলো নজরে পড়েছে ক্রিকেটারদেরও। এ কারণে এসব বন্ধ করতে ভক্ত-সমর্থকদের অনুরোধ করেছেন চার সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
শনিবার রাতে তামিমের শেষ ফেসবুক লাইভে হাজির হন মাশরাফি, মাহমুদউল্লাহ ও মুশফিক। আড্ডার একদম শেষের দিকে ভক্তদের এই কাঁদা ছোড়াছুড়ির বিষয়টি উল্লেখ করেন তামিম। পরে বাকি তিন ক্রিকেটার এসব বন্ধ করার আহ্বান জানান।
বিষয়টি নিয়ে তামিম বলেন, 'এখন দেখা যায়, সবারই ফ্যান গ্রুপ আছে। যেমন, তামিমিয়ান, মুশিফিকিয়ান, মাশরাফিয়ান, এ রকম গ্রুপ। সবার পছন্দের ক্রিকেটার থাকতেই পারে। কিন্তু ইদানিং দেখছি, এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণ করে। আমি এটাই অনুরোধ করব, এই আক্রমণ যেন না করে।'
তামিম আরও বলেন, 'আমরা সবাই বাংলাদেশের জন্য খেলি, সবাই আমরা বন্ধু-ভাই। আপনারাও বন্ধু-ভাই হয়ে থাকবেন। তামিমের সাপোর্টার মুশফিককে গালি দেবে বা মুশফিকের সাপোর্টার আমাকে, এটা করবেন না। গ্রুপের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এসব দয়া করে করবেন না। আপনি মুশফিকিয়ান, তামিমিয়ান বা যে ইয়ান হন না কেন, আমরা সবাই বাংলাদেশের জন্য খেলি।'
এটাকে নিজেদের ক্ষতি মনে করেন মাশরাফি বিন মুর্তজা। বর্তমান ওয়ানডে অধিনায়কের কথার সুর ধরে সাবেক এই ওয়ানডে অধিনায়ক বলেন, 'এই জিনিসটা আমারও মাথায় ছিল। ধন্যবাদ তোকে প্রসঙ্গটা তোলার জন্য। মূলত আমাদের ক্ষতি আমরাই করতে পারি, বাইরের মানুষ করবে না।'
'আজ যে আমাকে পছন্দ করছে, সে তোকে গালি দিচ্ছে বা অন্যদের। আমরা কাদের জন্য খেলি? আপনাদের জন্য খেলি, দেশের জন্য খেলি। গালি দিলে সবাইকে একসঙ্গে দেন। খেলা নিয়ে সমালোচনা হবেই। কিন্তু একজনকে সুনির্দিষ্ট করে গালি দেওয়া খারাপ।' যোগ করেন মাশরাফি।
সবাইকে ভদ্র হওয়ার অনুরোধ জানিয়ে মাশরাফি বলেন, 'সব সমর্থকের পছন্দের ক্রিকেটার থাকতে পারে। কিন্তু আরেকজনকে ছোট করা খারাপ। অশ্রদ্ধা করা বা কাউকে টেনে নামানো খুবই দৃষ্টিকটু। ক্রিকেট জেন্টলম্যানের খেলা, বাইরের দেশে দর্শকদেরও দেখি জেন্টলম্যান। আমাদের দর্শকরা সবসময় সমর্থন দেয়। এখন এই ব্যাপারগুলোতে যদি খেয়াল রাখতে পারি, আমরাও মাথা উঁচু করে থাকতে পারব।'
মাশরাফির পর মাহমুদউল্লাহ বলেন, 'আমার কাছে মনে হয়, কাঁদা ছোড়াছুড়ি করে কখনও লাভ হয় না। কাঁদা নিজের গায়েই লাগে। আমরা সবাই বাংলাদেশ দলের জন্য খেলি। সবারই পছন্দের ক্রিকেটার থাকতে পারে, তাই বলে অন্যকে ছোট করতে হবে না। সব সময় মনে রাখা উচিত, ভালোর বিকল্প নেই। ভালো কিছু করলে ফলও ভালোই মিলবে। শ্রদ্ধা করলে শ্রদ্ধাই মিলবে।'
সর্বশেষ এ বিষয়ে মুশফিককে বলতে বলেন তামিম। ভক্তদের উদ্দেশ্যে মুশফিক বলেন, 'আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। সব সময় চেষ্টা করি। কখনও সফল হই, কখনও হই না। তার মানে এই নয় যে একজনের কারণে দল হেরে যায়। আমার মনে হয়, দর্শক-মিডিয়া, সবাই এটির অংশ। জিতলে একসঙ্গে জিতি, হারলেও একসঙ্গে হারি। আমার ভক্ত হলে আমি কখনোই আশা করব না, সে অন্য কোনো ক্রিকেটারকে খারাপ বলবে। এটা মেনে নেওয়ার মতো নয়। আশা করি সবাই খেয়াল রাখবেন।'