মাশরাফির মন্তব্যে কোনো আগ্রহ নেই বাংলাদেশের বোলিং কোচের
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর থেকেই চলছে সমালোচনা। আশা জাগিয়েও হেরে যাওয়ায় পুরো দলকেই শূলে চড়ানোর অবস্থা। তবে আলাদা করে কাটগড়ায় দাঁড় করানো হচ্ছে লিটন কুমার দাস ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। লিটনের ক্যাচ মিস নিয়ে পক্ষে না বললেও বোলিংপরিবর্তন নিয়ে মাহমুদউল্লাহর সিদ্ধান্তের পেছনে কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মাশরাফি মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির প্রশ্ন, পানি পানের বিরতিতে ডমিঙ্গো কি কোনো পরামর্শ দিয়েছিলেন মাহমুদউল্লাহকে? কেবল প্রধান কোচই নয়, ফিল্ডিং কোচের ভূমিকা নিয়েও তার প্রশ্ন আছে। এ ছাড়া দলের কৌশল, টিম ম্যানেজমেন্টের দায়সহ আরও অনেক বিষয় নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন মাশরাফি। সাবেক ওয়ানডে অধিনায়কের মতে, টিম ম্যানেজমেন্ট একটি পুনর্বাসন কেন্দ্র, যেখানে দক্ষিণ আফ্রিকার চাকরি না পাওয়া কোচগুলো একসাথে চাকরি করছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদেরে দ্বিতীয় ম্যাচে ২৭ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন। মাশরাফি মন্তব্য নিয়ে ক্যারিবীয় কোচকে প্রশ্ন করা হলে কড়া ভাষায় তিনি জানান, এ নিয়ে তার কোনো আগ্রহ নেই। বাইরের মানুষ কী বলছে, সেটা তাদের জন্য চিন্তার বিষয় নয়।
ওটিস গিবসন বলেন, 'এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমাদের আঙিনার বাইরের কেউ যাই বলুক না কেন, তাতে আমার কোনো আগ্রহ নেই। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়ও নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ কী বলছে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমাদের মধ্যে কী কথা হচ্ছে, কেবল সেটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কোচিং গ্রুপ হিসেবে এখানে আমরা কী করছি, সেটা আমরা জানি।'
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ ছাড়েন লিটন। ১২.২ ওভারে শ্রীলঙ্কার রান তখন ৯৮ রান। ভানুকা রাজাপাকশে ব্যাটিং করছিলেন ১৪ রানে। লঙ্কান বাঁহাতি এই ব্যাটসম্যানের তোলা ক্যাচ ফেলে দেন লিটন। পরে রাজাপাকশে খেলেন ৩১ বলে ৫৩ রানের ইনিংস। এরপর ৬৩ রানে ব্যাটিং করা চারিথ আসালাঙ্কার ক্যাচও মাটিতে ফেলে দেন লিটন। আসালাঙ্কাই ৪৯ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দারুণ এক জয় এনে দেন।
এটা নিয়ে সমালোচনার শেষ নেই। মাহমুদউল্লাহর বোলিং পরিবর্তন নিয়েও হয় সমালোচনা। রান তাড়ায় এক পর্যায়ে দশম ওভারে লঙ্কানদের রান ছিল ৪ উইকেটে ৭৯। সেখান থেকে দুই অনভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকশের দারুণ ব্যাটিংয়ে জিতে যায় লঙ্কানরা।
এই জুটির শুরুর সময়টায় অধিনায়ক মাহমুদউল্লাহ যথেষ্ট চাপ তৈরি করতে পেরেছেন কি না, সেই প্রশ্ন তোলা হয়। সাকিব আল হাসান প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করলেও দুই বাঁহাতির সামনে লম্বা সময় তাকে বোলিংয়ে আনা হয়নি। দীর্ঘ সময় বোলিং থেকে দূরে রাখা হয় দলের মূল পেসার মুস্তাফিজুর রহমানকেও। এ নিয়ে প্রশ্ন উঠলে এর পেছনে কোচের দায়ের কথাও জানান মাশরাফি, কোচিং স্টাফদের দায়িত্ব নিয়েও তোলে প্রশ্ন। সেটার জবাবে কড়া উত্তর দিলেন গিবসন।