মেসি-রোনালদিনহোর আবেগঘন পুনর্মিলনী
বার্সেলোনার ম্যানেজার হওয়ার সঙ্গে সঙ্গেই রোনালদিনহোকে বিক্রি করে দিয়েছিলেন পেপ গার্দিওলা। বার্সার সোনালি দিনগুলোর সাক্ষী হতে না পারলেও লিওনেল মেসির প্রাথমিক বছরগুলোতে তার উপর গঠনমূলক প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
সম্প্রতি আবারও একত্র হয়েছিলেন এই দুই মহাতারকা।
লাইপজিগের বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে মেসির সঙ্গে সাক্ষাৎ করেন রোনালদিনহো। তাদের সেই আবেগঘন পুনর্মিলনী নিয়ে এবার মুখ খুলেছেন রোনালদিনহো।
লাইপজিগের বিপক্ষে ম্যাচের আগে এই ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ীকে সম্মান জানিয়েছে পিএসজি। মাঠভর্তি দর্শক 'স্ট্যান্ডিং ওভেশন'-এর মাধ্যমে সম্মানিত করেছে এই কিংবদন্তিকে।
খেলোয়াড়ি জীবনে ন্যু ক্যাম্পে পা রাখার আগে পিএসজিই ছিল তার ঠিকানা। ব্রাজিলিয়ান লিগ ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পরই প্রথমবারের মতো বিশ্বের নজরে পড়েন রোনালদিনহো।
নিজের স্মৃতিবিজড়িত এই ক্লাবে সাবেক সতীর্থকে দেখে বেশ উচ্ছ্বসিতই হয়েছেন তিনি।
মেসির সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে রোনালদিনহো বলেন, "আমি যেই ক্লাবের হয়ে ইউরোপে যাত্রা শুরু করেছিলাম, সেই ক্লাবে তাকে দেখে খুবই ভালো লাগছে।
"আমি কখনো ভাবিনি এরকম কিছু হবে। আমি নিশ্চিত ছিলাম সে বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করবে।"
মেসির সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার সময়টার ভেবে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন রোনালদিনহো। বলেন, "বার্সেলোনায় পা রাখার পর আমি খেয়াল করি, একটা ছেলেকে নিয়ে অনেক কথা হচ্ছে। একসাথে একদিন ট্রেনিং করেই আমি বুঝে গিয়েছিলাম কেন সবাই তার এতো সুনাম করে। প্রতিটি ম্যাচ, প্রতিটি ট্রেনিং সেশনেই সে সবার চেয়ে আলাদা ছিল। একসময় আমার খুবই ভালো বন্ধু হয়ে যায় সে।"
ক্যারিয়ারের সায়াহ্নে এসে পিএসজিতে যোগ দেওয়া বন্ধুর সাফল্য কামনা করেছেন এই ব্রাজিলিয়ান।
সূত্র: মার্কা।