লিটন-মোসাদ্দেকদের দ্রুত শেখার পরামর্শ মুশফিকের
জাতীয় দলের ছয় বছর হয়ে গেছে লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেনদের। তরুণ আফিফ হোসেন ধ্রুবর পথচলাও তিন বছরের বেশি হয়ে গেছে। কিন্তু তাদের কাছ থেকে মিলছে না প্রত্যাশিত পারফরম্যান্স। প্রায় প্রতি ম্যাচেই হা-হুতাশ চলে। এবার মুশফিকুর রহিমের কণ্ঠেও শোনা গেল হাহাকার।
লিটন, মোসাদ্দেক, আফিফদের মতো ক্রিকেটাররা পারফর্ম না করলে সিনিয়রদের ওপর চাপ বাড়ে বলে মনে করেন মুশফিক। এ কারণে তাদেরকে দ্রুত শিখতে বলছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে সিনিয়রদের ব্যাটেই লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ২৫৭ রানের স্কোর গড়ার পথে মুশফিক খেলেন ৮৪ রানের ইনিংস। এ ছাড়া তামিম ইকবাল ৫২ ও মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৫৪ রান। দ্বিতীয় ওয়ানডেতেও একই চিত্র। ১২৫ রানের ইনিংস খেলেন মুশফিক, দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মাহমুদউল্লাহ।
বিপরীতে লিটন, মোসাদ্দেক, আফিফরা দলের হয়ে ব্যাট চালাতে পারেননি। দীর্ঘদিন ব্যাট হাতে নিজের ছায়া হয়ে থাকা লিটন প্রথম ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে করেন ২৫ রান। সর্বশেষ ৮ ওয়ানডেতে তার রান ১০১। এর মধ্যে তিনবার শূন্য রানে ফিরেছেন লিটন।
আফিফ হোসেন প্রথম ওয়ানডেতে ২৭ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ওয়ানডেতে বড় ইনিংস খেলার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি, ১০ রান করেই বিদায় নেন। মোহাম্মদ মিঠুনের জায়গায় সুযোগ পাওয়া মোসাদ্দেক ১০ রান করে বাজে শটে আউট হন।
সুযোগ পেয়ে তা লিটন-মোসাদ্দেকদের কাজে লাগাতে বলছেন মুশফিক, 'যদি একটা দলে সাত-আটজন ধারাবাহিক পারফরমার থাকে, তারা পারফর্ম করলে যেকোনো ম্যাচ বেরিয়ে আসবে। আজ একটা সুযোগ ছিল। স্পেশালি তামিম, সাকিব যারা সবসময় রান করে বাংলাদেশের হয়ে, তারা পারেনি। অন্য যারা খেলোয়াড় লিটন, আফিফ, মোসাদ্দেক; এদের জন্য সুযোগ ছিল।'
মুশফিকের চাওয়া লিটনরা যেন দ্রুত শেখেন, এতে সিনিয়রদের কিছুটা হলেও চাপ কমবে। মুশফিক বলেন, 'ওদের জন্য সুযোগ ছিল। আমি মনে করি ওরা চেষ্টা করেছে। কিন্তু ওরা আরেকটু সিলেক্টিভ হলে আরও ভালো ফল করবে। এসব উইকেটে আরেকটু সিলেক্টিভ হতে হবে। কখনও লো রিস্কে খেলবে, কখন হাই রিস্কে, এটা নিজেকেও জানতে হবে।'
'আমি আশা করি তারা আরও পরিণত হবে সময়ের সঙ্গে। খুবই খুশি হব যদি ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে শিক্ষা নিতে পারে। না হলে দেখা যাবে সব চাপ আমাদের ওপর চলে আসে, তখন আসলে কঠিন হয়ে যায়। আমি মনে করি ওরা দ্রুতই অবদান শুরু করবে। আর সেটা হলে আমরা ওয়ানডেতে আরও ভালো দল হব।'