শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত স্কোয়াড এখনই দেবে না বিসিবি
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের আর মাত্র তিন দিন বাকি। কিন্তু এখনও বাংলাদেশ দল ঘোষণা করা হয়নি। এমনকি সফরের আগে চূড়ান্ত দল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে প্রাথমিক দল ঘোষণা করা হবে। তবে ২১ সদস্যের সেই দলটি কবে ঘোষণা করা হতে পারে, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি মিনহাজুল আবেদীন। সফরের যাওয়ার আগে যেকোনো দিন প্রাথমিক দলটি ঘোষণা করা হবে। এ জন্য সফরের আগের দিন পর্যন্ত সময় নিচ্ছে বিসিবি।
প্রাথমিক দলটি নিয়েই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় গিয়ে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। দেশে ফিরে টেস্টের জন্য ম্যাচ অনুশীলনের সুযোগ মেলেনি। তাই শ্রীলঙ্কায় গিয়ে তিনদিনের কোয়ারেন্টিনের পর নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হবে।
প্রাথমিক দল বড় করা হবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। কারণ করোনকাল হওয়ায় নিজেদের ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে আয়োজক দেশ শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচের জন্য দল দেবে না বলে জানিয়েছে। এমনকি নেট বোলারও দেবে না তারা। এ ছাড়া কেউ করোনায় আক্রান্ত হলে বিকল্প খেলোয়াড়ও প্রস্তুত রাখতে হবে। তাই প্রাথমিক স্কোয়াডে ২১ জন ক্রিকেটার রাখা হবে।
এ বিষয়ে বৃহস্পতিবার মিনহাজুল আবেদীন বলেন, 'যাওয়ার আগের দিনও প্রাথমিক দল দিতে পারি। প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের পরে আমরা মূল স্কোয়াড দেব। যেহেতু প্রস্তুতি ম্যাচ আমাদের নিজেদের মধ্যে খেলতে হবে, শ্রীলঙ্কার খেলোয়াড় পাব না, নেট বোলারও পাব না, এ জন্য আমরা বেশি খেলোয়াড় নিয়ে যাচ্ছি। প্রাথমিক দল এখান থেকে ঘোষিত হবে, ২১ জনের।'
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ দুটি পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠে এবারই প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে পাল্লেকেলেতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল।
২০১৭ সালের পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। চার বছর আগের সেই সফরে দারুণ প্রাপ্তি ছিল বাংলাদেশের। মুশফিকুর রহিমের নেতৃত্বে নিজেদের শততম টেস্টে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ।