সুতোয় ঝুলছে কোমানের ভবিষ্যৎ
বোর্ডের সঙ্গে ঝামেলা, মাঠে দলের বাজে পারফরম্যান্স- সব মিলিয়ে ন্যু ক্যাম্পে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোমানের। গতকাল (বৃহস্পতিবার রাতে) লিগে কাদিজের বিপক্ষে ড্র করার পর এবার ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও বোর্ডের সদস্যরা কোমানকে বরখাস্ত করারই চিন্তা করছেন বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা।
কোমান ও লাপোর্তার সম্পর্ক এমনিতেই বেশ তিক্ত হয়ে উঠেছে এই মৌসুমে। গত বুধবার বোর্ডকে না জানিয়ে করা কোচের উদ্ভট সংবাদ সম্মেলন এই সম্পর্ককে আরও জটিল করেছে।
সেই সংবাদ সম্মেলনের আগে এক বিবৃতে সূক্ষ্মভাবে কোমানকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন লাপোর্তা। পরে আরেক বিবৃতিতে লাপোর্তা বলেন, প্রয়োজন হলে (বরখাস্তের) সিদ্ধান্ত নেওয়া হবে, এবং ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোচের ভবিষ্যৎ।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরাজয় ও লিগে গ্রানাদার বিপক্ষে ড্রয়ের পর এমনিতেও চাপে ছিলেন কোমান। মার্কা জানাচ্ছে, কাদিজের বিপক্ষে ড্র করায় তার ওপর আর ভরসা করতে পারছে না বার্সেলোনা বোর্ড।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর থেকেই নতুন কোচ খোঁজার জন্য যোগাযোগ শুরু করে দিয়েছে তারা।
কোমানের উত্তরসূরি হিসেবে রবার্তো মার্টিনেজ থেকে শুরু করে জাভি হার্নান্দেজ ও আন্তনিয়ো কন্তে-সহ অনেকের নামই শোনা যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, ক্লাবের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য এই তালিকার অনেককেই রাজি করাতে সক্ষম হবে না বার্সেলোনা।
-
সূত্র: মার্কা