সুপার টুয়েলভে যেতে কতো রানে জিততে হবে বাংলাদেশকে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে পাপুয়া নিউ গিনির (পিএনজি) বিপক্ষে কতো রান বা কতো উইকেটে জিততে হবে, সেটার স্পষ্ট ধারণা ছিল না বাংলাদেশের। যে কারণে ওমানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, 'রান রেট দেখলে হয়তো আমরা বুঝতে পারব, কী ধরনের মার্জিনে আমাদের জিততে হবে।'
সেই ধারণা কম্পিউটার অ্যানালিস্টের কাছ থেকে পেয়েছেন সাকিবরা। তাদের জানানো হয়েছে, সুপার টুয়েলভের টিকেট কাটতে বড় জয়ের দরকার নেই। জিতলেই সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তবে জয়ের 'মার্জিন'- এর দরকার নেই; তেমনও নয়। অন্তত ৩ রানের ব্যবধানে পিএনজিকে হারালেই যথেষ্ট হবে বাংলাদেশের। মাহমুদউল্লাহ রিয়াদের দল উঠে যাবে মূল পর্বে।
প্রথম রাউন্ডে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্কটল্যান্ড। টানা দুই জয়ে ৪ পয়েন্ট পাওয়া দলটির রেট রান রেট ০.৫৭৫। এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওমান। তবে প্রথম পর্বের স্বাগতিক দেশটি রান রেটে সবচেয়ে এগিয়ে, তাদের রান রেট ০.৬১৩। ২ পয়েন্ট নিয়ে তিনে থাকা বাংলাদেশের রান রেট ০.৫০০। দুটি ম্যাচই হারা পিএনজি স্বভাবতই রান রেটে অনেক পিছিয়ে, তাদের রান রেট -১.৮৬৭।
এরপরও সুপার টুয়েলভে ওঠার সুযোগ আছে চার দলেরই। ওমান-স্কটল্যান্ডের ম্যাচের ফল যেটাই হোক, পিএনজিকে ৩ রান বা এর বেশি ব্যবধানে হারাতে পারলেই সুপার টুয়েলভ নিশ্চিত হবে বাংলাদেশের। রান রেটে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে হারাতে পারলেই মূল পর্বে উঠবে ওমান। আর স্কটল্যান্ড জিতলে গ্রুপ সেরা হয়ে সুপার টুয়েলভে যাবে তারা। বাংলাদেশ হবে রানার্সআপ। কিন্তু পিএনজির জন্য কাজটা কঠিন। বাংলাদেশের বিপক্ষে জিতলেই হবে না, বড় ব্যবধানে জিতে ওমানের বড় হারের কামনায় থাকতে হবে তাদের।
২১ অক্টোবর প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পিএনজির মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে অন্তত ৩ রানে জিতলে অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না বাংলাদেশকে। অন্য ম্যাচে যদি স্কটল্যান্ড জেতে, বাদ পড়বে ওমান। কিন্তু ওমানের বিপক্ষে ১ রানে হারলেও নেট রান রেটের কারণে সুপার টুয়েলভে যাওয়া হবে না স্কটল্যান্ডের।
ওমান জিতলে রান রেটে এগিয়ে থাকার হিসেবে গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। রান রেটে এগিয়ে থাকতে ওমানের চেয়ে বড় ব্যবধানে জিততে হবে মাহমুদউল্লাহদের। ওমান ১০ রানে জিতলে বাংলাদেশকে জিততে হবে অন্তত ১৫ রানে।
আছে আরেকটি হিসাব, পিএনজির বিপক্ষে হারলেও বাংলাদেশের সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ থাকবে। এর জন্য স্কটল্যান্ডের বিপক্ষে ওমানকে হারতে হবে। তখন রান রেটের হিসেবে বাংলাদেশ, ওমান ও পিএনজি থেকে একটি দল সুপার টুয়েলভে যাবে। বাংলাদেশ ১০ রানে হারলে ওমানকে হারতে হবে অন্তত ১৩ রানে।