সুপার লিগে এখন মাত্র চারটি ক্লাব
শুরুর আগেই ইউরোপিয়ান সুপার লিগের ভাগ্য অন্ধকারে পড়ে গেছে। ১২টি ক্লাব নিয়ে বিদ্রোহী এই আসরটি শুরুর ঘোষণা এসেছিল। কিন্তু প্রবল সমালোচনার মুখে সুপার লিগ একে একে নাম প্রত্যাহার করে নিচ্ছে ক্লাবগুলো। মঙ্গলবার রাতে এক সঙ্গে নাম প্রত্যাহার করে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ৬ ক্লাব।
বুধবার নাম প্রত্যাহার করে নিয়েছে লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও সিরি 'এ'র ক্লাব ইন্টার মিলান। ৮ দলের প্রস্থানে মুখ থুবড়ে পড়েছে সুপার লিগের ভাগ্য। টুর্নামেন্টটিতে টিকে রইলো কেবল ৪টি প্রতিষ্ঠাতা ক্লাব। দলগুলো হচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস ও এসি মিলান।
বুধবার আলাদা আলাদা বিবৃতিতে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করার ঘোষণা দেয় লা লিগা ও সিরি 'এ'র পয়েন্ট টেবিলের দুই শীর্ষ ক্লাব অ্যাটলেটিকো ও ইন্টার।
লিওনেল মেসিদের দল বার্সেলোনারও সুপার লিগে অংশ নেওয়ার সম্ভাবনা কমে এসেছে। চুক্তির একটি ধারার কারণে স্প্যানিশ ক্লাবটির সুপার লিগ খেলার ব্যাপারে সংশয় তৈরি হয়েছে। যেখানে বলা হয়েছে, ক্লাবের সদস্যরা অনুমতি না দিলে সুপার লিগে অংশ নিতে পারবে না বার্সেলোনা।
গত রোববার সুপার লিগ কর্তৃপক্ষ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণাসহ অংশগ্রহণকারী ১২টি ক্লাবের নাম প্রকাশ করে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক। পক্ষে, বিপক্ষে অনেকেই মত দেন। কিন্তু প্রবল সমালোচনার মুখে দুই দিনের মাথায়ই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে শুরু করে প্রতিষ্ঠাতা ক্লাবগুলো।