সুপার লিগ খেলবেন না সাকিব, শুক্রবার ভোরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে
তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষ সাকিব আল হাসানের। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। সুপার লিগে খেলবেন না মোহমেডান স্পোর্টিং ক্লাবের এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন তিনি।
১১তম রাউন্ড শেষ করে আর দেরি করছেন না সাকিব। শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ারলাইন্সের এই ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে সাকিবের একটি ঘনিষ্ট সূত্র।
এই মাসের শেষেই জিম্বাবুয়ে সফর। তাই যুক্তরাষ্ট্রে যেতে হলে বিসিবির অনুমতি নিতে হতো সাকিবের। বুধবার বিসিবিতে আবেদন করেন বাংলাদেশ অলরাউন্ডার। বিসিবি আবেদন মঞ্জুর করায় মোহামেডানও সাকিবকে ধরে রাখছে না। তাকে ছাড়াই সুপার লিগ খেলবে ঐতিহ্যবাহী ক্লাবটি।
এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, 'আমাদের সঙ্গে সাকিব আল হাসানের কথা হয়েছে। তিনি জানিয়েছিলেন, সুপার লিগে খেলবেন না, পরিবারের কাছে যুক্তরাষ্ট্র যাবেন। আমরা তার কথার মূল্যায়ন করেছি। অনেক দিন তিনি পরিবারের থেকে দূরে। তাই তাকে আমরা ছেড়ে দিচ্ছি। সাকিবকে ছাড়াই সুপার লিগে খেলবে মোহামেডান'
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সাত ম্যাচ খেলার পর নিষিদ্ধ হন সাকিব। সপ্তম ম্যাচ চলাকালীন মাঠেই স্টাম্পে লাথি, স্টাম্প তুলে আছাড় মারা ও আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় তিন ম্যাচ ও ৫ লাখ টাকা জরিমানার শাস্তি পান সাকিব।
তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মাঠে ফিরে রানের দেখা পাননি পুরো টুর্নামেন্টে নিজের ছায়া হয়ে থাকা সাকিব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ রান করেই ফিরে যান তিনি। মোহামেডানের হয়ে এবারের লিগে ৮টি ম্যাচ খেলেছেন সাকিব। ৮ ম্যাচে ১৫ গড়ে তার মোট রান ১২০, দুই ইনিংসে রানের খাতা খোলার আগেই ফিরেছেন। বল হাতেও ভালো সময় যায়নি তার। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার (গাজীর বিপক্ষে ম্যাচ বাদে)।