‘আমাদের দ্বারা হচ্ছে না’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ। ৮ উইকেটের বিশাল হারে বাংলাদেশ শিবিরের 'লজ্জাবনত' অবস্থা। কিন্তু ম্যাচের পর সংবাদ সম্মেলনে কাউকে তো যেতেই হবে। গুরুদায়িত্বটা আজ কে সামলাবেন? আজকের দায়িত্বটা উঠলো স্পিনার নাসুম আহমেদের কাঁধে। সংবাদ সম্মেলনে এলেন নাসুম, আর কোনো রাখঢাক না রেখেই তিনি বলে দিলেন, 'আমাদের দ্বারা হচ্ছে না।'
নাসুম আহমেদের বলা এই কথাটি যে পুরো বাংলাদেশের অসহায়ত্বের চিত্র, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা কেমন, সেটা দেখতে একেবারে শুরুতে দৃষ্টি দেওয়া যেতে পারে। আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হার। এরপর প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের।
দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলেও আসেনি 'পারফেক্ট' পারফরম্যান্স। কেবল পাপুয়া নিউ গিনির বিপক্ষে দাপুটে বাংলাদেশের দেখা মেলে। এরপর আবারও হতাশার গল্প। শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পথে থেকেও হার মানে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে তো ইংল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ।
অন্যান্য সমস্যার সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার জায়গা ব্যাটিং। আরও পরিষ্কার করে বললে উদ্বোধনী জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। পাওয়ার প্লের ব্যাটিং হয়ে উঠেছে দুর্বলতার প্রতিচ্ছবি। যা আজও উল্লেখ করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরও প্রতি ম্যাচে ভালো করার চেষ্টা, কিন্তু ক্রিকেটারদের দ্বারা সেটা হচ্ছে না।
নাসুম আহমেদের সরল স্বীকারোক্তিতে সেটা উঠে এলো। শুরুর ব্যাটিং নিয়ে সংবাদ সম্মেলনে বাঁহাতি এই পেসার বলেন, 'এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা প্রথম ৬ ওভারে রান তুলতে পারছি না। এই জন্য আমরা পিছিয়ে পড়ছি। রানও তুলতে পারছি না, উইকেটও পড়ছে। এটা নিয়ে সবাই আলোচনা করছি। সবারই ভালো কিছু করার চেষ্টা আছে, কিন্তু হচ্ছে না।'
কেন হচ্ছে না? এটা কি মানসিক ধাক্কা? কারণ ব্যাখ্যায় গেলেন না নাসুম, আবারও জানালেন নিজেদের চেষ্টার কথা, নিজেদের পেরে না ওঠার কথা। তার ভাষায়, 'প্রত্যেক ম্যাচেই তো আমাদের চেষ্টা থাকে একটা ম্যাচ যেন বের করতে পারি। অবশ্যই একটা ব্যাটসম্যান বা বোলার একটা পারফর্ম করলে জেতার একটা সুযোগ থাকে। একটা কথা বারবার বলছি; আমরা চেষ্টা করছি, আমাদের দ্বারা হচ্ছে না।'
বাইরের সমালোচনা বা বিতর্ক চাপ তৈরি করছে না তো? এমন প্রশ্নও করা হলো নাসুমকে। কিন্তু বাংলাদেশ স্পিনার জানালেন, তাদের সব মনোযোগ ক্রিকেটেই, 'বাইরে কী হচ্ছে না হচ্ছে, এইটা নিয়ে ভাবছি না। কীভাবে পারফর্ম করতে হবে, সেটা নিয়েই ভাবছি। ওইভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছি। ওসব নিয়ে তো আমরা বেশি একটা কথা বলছি না। ক্লান্তি বলতে একদিন পর পর খেলা, তেমন একটা ধকল যাচ্ছে না। জিততে পারছি না, এ জন্য অন্যরকম লাগছে।'
সেমি-ফাইনাল স্বপ্নের কথা বলে দেশ ছেড়েছিল বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর লক্ষ্যে পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে সাকিব আল হাসান উত্তর দিয়েছিলেন, 'স্বপ্ন প্রতিদিন পরিবর্তন হয় নাকি?' কিন্তু বাস্তবতা হচ্ছে সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের দুটিতে হেরে বাংলাদেশ এখন কোণঠাসা। পরের তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু বাংলাদেশের দেখা মিলবে, সেটারও নিশ্চয়তা নেই। তাহলে যাদের দ্বারা হচ্ছে না, তাদের করণীয়টা এখন কী?