‘রিয়াদ এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ’
অধিনায়ক হলে নেতার মতো পথ দেখাতে হয়। সেই কাজটি করতে পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন ধরে তার ব্যাটে রান নেই। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৪২ ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। একটা সময়ে এসে সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এবার তার দলে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠে গেছে। তবে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, মাহমুদউল্লাহ এখনও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরের জন্য দল ঘোষণার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। ম্যাচের আবহে তিনদিন অনুশীলন করে দল নির্বাচন করবে টিম ম্যানেজম্যান্ট। এই দলে মাহমুদউল্লাহর থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সুজনও নিশ্চিত করেননি মাহমুদউল্লাহর দলে থাকার বিষয়টি। অভিজ্ঞ এই ক্রিকেটারের গুরুত্বের কথা উল্লেখ করে সুজন জানান, তার দলে থাকা না থাকার ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে।
মাহমুদউল্লাহর দলে থাকার প্রশ্নে সুজন বলেন, 'এটা বলার সময় হয়নি। যদিও আমরা দল দিয়ে দিব। রিয়াদ যেহেতু ক্যাম্পে আছে, এতো বছর ধরে খেলছে, সাদা বলে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টেস্টেও ছিল। ওর জায়াগাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা চিন্তা করিনি যে, তা নয়। আমাদের মাথায় অবশ্যই আছে বিষয়টা। যখন দল হবে, তখন সিদ্ধান্ত হবে। রিয়াদ থাকবে কী থাকবে না, দলে ওর প্রয়োজন আছে কি নেই, সেটা আমরা চিন্তা করব।'
'তবে এতটুকু বলি, রিয়াদ আমাদের জন্য এখনও গুরত্বপূর্ণ। কথা যে হচ্ছে না, তা নয়। তবে মূল সিলেকশনে বসলে তর্ক হবে ওর দরকার আছে কী নেই। রিয়াদ কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না- এসব নিয়ে আলোচনা হওয়া ভালো। আমি চাই তর্ক হোক, রিয়াদের জায়গায় যদি কেউ থাকে; তাকে আমরা কেন সুযোগ দিচ্ছি, এসব কথা উঠুক। কিংবা রিয়াদের থাকা উচিত না কেন, সেই কথা হোক।' যোগ করেন বিসিবির এই পরিচালক।
বাংলাদেশ দলের জন্য যেটা ভালো, সেটাই করা হবে বলে জানান সুজন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'আমাদের সব কিছু নিয়েই চিন্তা করতে হবে। দিন শেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন, আমরা সেটাই করব। রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাট খেলে, এখনও সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না।'
বাংলাদেশ ক্রিকেটের প্রতি মাহমুদউল্লাহর অবদানের কথা মনে করিয়ে সুজন আরও বলেন, 'রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের খেলোয়াড়। একটা ছেলে এত বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে। সারা জীবন কেউ থাকবে না, এটা খুবই স্বাভাবিক। তবে তাদের সার্ভিসকে আমরা সবসময় মূল্যায়ন করতে চাই। পঞ্চপাণ্ডবের অবদান অস্বীকার করার উপায় নেই। রিয়াদের এখনও খেলার আগ্রহ ও চেষ্টা আছে।'
যদিও রিয়াদের কাছে যে প্রত্যাশা ছিল, সেটা পাননি বলে জানান সুজন। তিনি বলেন, 'রিয়াদের কাছ থেকে যেটা আশা করি, সেটা পাইনি। ছোট ছোট রান আছে, একদম নেই, তা নয়। রিয়াদ ম্যাচ উইনার। এটা ভুলে গেলে হবে না। আজই বলছিলাম- অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডকে যখন হারালাম; রিয়াদের সেঞ্চুরি অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডের মাটিতে সাকিব-রিয়াদের জুটিতে নিউজিল্যান্ডকে হারালাম। রিয়াদের এমন কিছু ইনিংস আছে, যেখানে ও একাই বাংলাদেশকে জিতিয়েছে। এমন একটা খেলোয়াড়কে হুট করে 'নো' বলতে পারবেন না।'